5 Days Bank Holiday: চলতি সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? দেখে নিন ছুটির পুরো তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
5 Days Bank Holiday: চলতি সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? কোন কোন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ? জেনে নিন ছুটির পুরো লিস্ট ৷
advertisement
1/6

আপনার কি ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ আছে ? চলতি সপ্তাহে ব্যাঙ্কে যাওয়ার প্ল্যান থাকলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ আরবিআই-এর ছুটির তালিকা অনুযায়ী, বিভিন্ন কারণে মোট পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, কারণ একাধিক সরকারি ছুটি পড়েছে। যদিও পরপর কোনও একটি রাজ্য বা অঞ্চলে নয়, বরং দেশের বিভিন্ন অংশে বিভিন্ন দিনে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। এর মধ্যে একটি সারাদেশজুড়ে সরকারি ছুটি রয়েছে, যা রবিবার (২০ জুলাই)।
advertisement
2/6
১৩ থেকে ২০ জুলাই কোন কোন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ? জেনে নিন
advertisement
3/6
১৪ জুলাই (সোমবার): মেঘালয়ে ব্যাঙ্কের ছুটি ছিল থাকবে বেহ দিনখলাম উৎসবের কারণে। এটি জয়ন্তিয়া জনজাতির একটি ঐতিহ্যবাহী উৎসব।১৬ জুলাই (বুধবার): উত্তরাখণ্ডে ব্যাঙ্ক খোলা থাকবে না হরেলা উৎসব উপলক্ষে। এটি মূলত কুমায়ুন অঞ্চল এবং হিমাচলের কিছু অংশে বিশেষভাবে পালিত হয়।
advertisement
4/6
১৭ জুলাই (বৃহস্পতিবার): মেঘালয়ে আরেকটি ছুটি থাকবে। এই দিনটি U Tirot Singh-এর মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয়। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী।ছিলেন ৷১৯ জুলাই (শনিবার): ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে । ত্রিপুরার ঐতিহ্যবাহী দেবতা কেরকে উৎসর্গ করা একটি পুজোর জন্য ছুটি থাকবে ।২০ জুলাই (রবিবার): রবিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সারা দেশে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
5/6
এছাড়া আর কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে ?২৬ জুলাই: মাসের চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।২৭ জুলাই: রবিবার হওয়ায় সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।২৮ জুলাই: সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে (Drukpa Tshe-ji) উৎসব উপলক্ষে।
advertisement
6/6
ব্যাঙ্ক বন্ধ থাকলেও এখন খুব একটা সমস্যায় পড়তে হয় না গ্রাহকদের ৷ আজকাল ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার জেরে ব্যাঙ্কে না গিয়েও একাধিক কাজ সহজেই করা হয় ৷ ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
5 Days Bank Holiday: চলতি সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? দেখে নিন ছুটির পুরো তালিকা