PF এর সুদের হার ঘোষণা সরকারের, এবার এত টাকা হবে আপনার সেভিংস
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কেন্দ্র সরকার চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে এই স্কিমের সুদের হারে কোনও বদল না করার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
1/5

জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঘওষমা করল সরকার ৷ অর্থ মন্ত্রকের আর্থিক বিভাগ সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানিয়েছে ৷ জানুয়ারি থেকে মার্চ ২০২০ GPF এ ৭.৯ শতাংশ সুদের হার মিলবে বলে ঘোষণা করেছে ৷ এক বছর কাজ করলে অস্থায়ী কর্মচারী, রি-এমপ্লয়েড পেনশনার্স এবং সমস্ত স্থায়ী সরকারি কর্মচারীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস ১৯৬০ নিয়মের আওতায় আসে ৷ পেনশন শুরু হওয়ার তিন মাস আগে এই ফান্ডের সাবস্ক্রিপশন বনধ হয়ে যায় ৷
advertisement
2/5
এর আগে সরকার পোস্ট অফিস স্মল সেভিংস স্কিমে জানুয়ারি-মার্চের জন্য সুদের হার ঘোষণা করেছে ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মতো পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমের জন্য জানুয়ারি-মার্চ ২০২০ এর সুদের হার ৭.৯ শতাংশই থাকবে বলে জানিয়েছে সরকার ৷ কেন্দ্র সরকার চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে এই স্কিমের সুদের হারে কোনও বদল না করার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
3/5
প্রত্যেক ত্রৈমাসিক শুরু হওয়ার আগে কেন্দ্র সরকার স্মল সেভিংস স্কিমের সুদের হার ঠিক করে থাকে ৷ কেন্দ্র জিপিএফ-এর সুদের হার রিভাইজ করেছে ৷
advertisement
4/5
জানুয়ারি ২০২০ থেকে মার্চ ২০২০ এর জন্য নীচে দেওয়া স্মল সেভিংস ফান্ডের সুদের হার রিভাইজ করেছে ৷ নতুন সুদের হার ১ জানুয়ারি ২০২০ থেকে লাগু করা হবে ৷
advertisement
5/5
১. জেনারেল প্রভিডেন্ট সেন্ট্রাল সার্ভিসেজ ২. কনট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড ৩. অল ইন্ডিয়া সার্ভিস প্রভিডেন্ট ফান্ড ৪. স্টেট রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড ৫. জেলরেল প্রভিডেন্ট ফান্ড ডিফেন্স সার্ভিসেজ ৬. ইন্ডিয়ান অর্ডিন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড ৭. ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ওয়ার্কম্যান্স প্রভিডেন্ট ফান্ড ৮. ইন্ডিয়ান নেভেল ডকয়ার্ড ওয়ার্কম্যান্স প্রভিডেন্ট ফান্ড ৯. ডিফেন্স সার্ভিসেজ অফিশিয়াল প্রভিডেন্ট ফান্ড ১০. আর্ম্ড ফোর্সেস পার্সোনাল প্রভিডেন্ট ফান্ড