TRENDING:

Bhuban Badyakar's New Home Tour|| এ যেন রাজপ্রাসাদ! কেমন হল ভুবন বাদ্যকরের নতুন বাড়ি? দেখুন অন্দর মহলের ছবি...

Last Updated:
Kancha Badam Singer Bhuban Badyakar's New House: ভুবন বাদ্যকরের বাড়ির বারান্দায় রয়েছে ফলস সিলিং, বিভিন্ন রকম আলোর ব্যবস্থা, বিভিন্ন জায়গায় স্পটলাইট, হ্যারিকেন, মাদুর, হাতপাখা, কাপড়, গামছা-সহ আরও অনেক কিছুর ডেকরেশন।
advertisement
1/7
এ যেন রাজপ্রাসাদ! কেমন হল ভুবন বাদ্যকরের নতুন বাড়ি? দেখুন অন্দর মহলের ছবি...
*বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। একসময় গ্রামে গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেল চালিয়ে। সেই সময়ে কাঁচা বাদাম গাইতেন মানুষের আকর্ষণ পাওয়ার জন্য। কিন্তু আচমকাই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রাতারাতি সেলিব্রিটি হয়ে যান ভুবন। প্রতিবেদন: মাধব দাস। 
advertisement
2/7
*ভুবন বাদ্যকর রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠার পর তিনি বিভিন্ন রিয়েলিটি শো এবং নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখান থেকে অর্থ উপার্জন বৃদ্ধি পায়। আর এই অর্থ উপার্জন বৃদ্ধি পেতেই নিজের শখ পূরণ শুরু করেছেন।
advertisement
3/7
*খুব কষ্টের সঙ্গে কুঁড়ে ঘরে বসবাস করা ভুবন, সেই ঘর ছেড়ে পাকা বাড়ি বানিয়েছেন। সেই বাড়ির অন্দরসজ্জা দেখলে আপনার তাক লেগে যেতে বাধ্য। ভুবনের বাড়ির অন্দরসজ্জা সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।
advertisement
4/7
*কি নেই বাড়ির অন্দরমহলে! ভুবন বাদ্যকরের বাড়ির বারান্দায় রয়েছে ফলস সিলিং, বিভিন্ন রকম আলোর ব্যবস্থা, বিভিন্ন জায়গায় স্পটলাইট, হ্যারিকেন, মাদুর, হাতপাখা, কাপড়, গামছা-সহ আরও অনেক কিছুর ডেকরেশন।
advertisement
5/7
*দেওয়ালে আঁকা হয়েছে ভুবন বাদ্যকরের একটি ছবি। বারান্দার মেঝেতে বসানো হয়েছে মার্বেল। পাশাপাশি যে দুটি ঘর রয়েছে সেখানের মেঝেতে টাইলস বসানো। ওই ঘর দুটিতেও ফলস সিলিং করার ইচ্ছা প্রকাশ করেছেন ভুবন বাদ্যকর।
advertisement
6/7
*প্রসঙ্গত, ভাইরাল শিল্পী হিসাবে সেলিব্রিটি হয়ে ওঠার পর ভুবন বাদ্যকর একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়ি কিনেছিলেন। তবে সেই গাড়ি চালাতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন এবং পরে তিনি সেই গাড়িটি বিক্রি করে দেন। সেই গাড়ি বিক্রির টাকাও তিনি নিজের বাড়ি তৈরির কাজে লাগিয়েছেন।
advertisement
7/7
*ভুবন বাদ্যকরের বাড়ি তৈরি করাতে এখনও পর্যন্ত ছয় লক্ষ টাকা খরচ হয়েছে।
বাংলা খবর/ছবি/বীরভূম/
Bhuban Badyakar's New Home Tour|| এ যেন রাজপ্রাসাদ! কেমন হল ভুবন বাদ্যকরের নতুন বাড়ি? দেখুন অন্দর মহলের ছবি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল