Birbhum Weather Forecast|| ফের নিম্নমুখী বীরভূমের পারদ, আগামী ২৪ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া? জানুন পূর্বাভাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Birbhum Weather Forecast: মঙ্গলবার দিনভর বীরভূমের অধিকাংশ জায়গায় সূর্যের দেখা পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে। বুধবার সর্বনিম্ন সেই তাপমাত্রা আরও নেমেছে।
advertisement
1/7

*গত সপ্তাহের গোড়াতে বীরভূমের তাপমাত্রার পারদ তরতরিয়ে নামতে দেখা গিয়েছিল। তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় অনেকটা নেমে যায় এবং সপ্তাহের প্রথমভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল। প্রতিবেদনঃ মাধব দাস। প্রতীকী ছবি।
advertisement
2/7
*তবে এরপরই হঠাৎ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রির কাছাকাছি থাকতে দেখা যায়। মঙ্গলবার থেকে তাপমাত্রার সেই পারদ ফের নিম্নমুখী জেলায়। প্রতীকী ছবি।
advertisement
3/7
*মঙ্গলবার দিনভর বীরভূমের অধিকাংশ জায়গায় সূর্যের দেখা পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে। বুধবার সর্বনিম্ন সেই তাপমাত্রা আরও নেমেছে। প্রতীকী ছবি।
advertisement
4/7
*শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে আইএমডি ওয়েবসাইটে যে তথ্য আপলোড করা হয়েছে তা থেকেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার বার্তা মিলেছে। প্রতীকী ছবি।
advertisement
5/7
*মঙ্গলবার শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তাতে জানান হয়েছে, এ দিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। অন্যদিকে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম। প্রতীকী ছবি।
advertisement
6/7
*তাপমাত্রার এই হেরফেরের কারণে জেলার বাসিন্দাদের অস্বস্তি অনেকটাই বেড়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে এবং শনিবার থেকে পারদ চড়বে। প্রতীকী ছবি।
advertisement
7/7
*আগামী সপ্তাহে জেলার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৪ ডিগ্রি এবং ২৭ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এ ছাড়াও শুক্রবার পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকবে জেলার বিভিন্ন অংশ। যদিও এই মুহূর্তে জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। প্রতীকী ছবি।