টাকার চিন্তা মিটিয়ে দিল বিসিসিআই, খোশমেজাজে বিলেত সফরে বিরাট-ধোনিরা
Last Updated:
advertisement
1/5

লম্বা বিলেত সফরে পাড়ি জমালো ভারতীয় দল ৷ দারুণ খোশমেজাজে অধিনায়ক বিরাট কোহলি ৷ খুদে ফ্যানের সঙ্গে হাত মিলিয়ে তুললেন সেলফি ৷ Photo Courtesy – BCCI / Twitter Handle
advertisement
2/5
একদিন আগেই বিরাট কোহলি জানিয়েছিলেন প্রথমে আয়ারল্যান্ড ও তারপর ইংল্যান্ড সফরের আগে তিনি ১০০ শতাংশ ফিট ৷ পাশাপাশি গোটা ভারতীয় দলের জন্য আরও একটা সুখবরও হয়েছে ৷ Photo Courtesy – BCCI / Twitter Handle
advertisement
3/5
মাস তিনেক আগে যে নতুন আর্থিক স্ল্যাবে বেতন দেওয়ার কথা ঘোষণা করেছিল বিসিসিআই , তাতে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়ে গেল ৷ জানানো হয়েছে প্লেয়ারদের পেমেন্ট সম্পর্কে আর কোনও বাধা বিঘ্ন নেই ৷ ৷ Photo Courtesy – BCCI / Twitter Handle
advertisement
4/5
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টি খেলবে৷ আর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ৷ Photo Courtesy – BCCI / Twitter Handle
advertisement
5/5
আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পর ফের ক্রিকেটে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি ৷ বিমানে তাঁকেও একেবারে খোশমেজাজে দেখা যাচ্ছে ৷ Photo Courtesy – BCCI / Twitter Handle