Weather Update I Rain Alert : গুমোট গরম থেকে স্বস্তি! সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে এই জেলায়? জানুন হাওয়া অফিসের আপডেট
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Weather Update I Rain Alert : এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই মেঘলা রোদ দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায়। বেলা ১২টার পর থেকে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
1/6

গুমোট গরমে নাজেহাল বাঁকুড়ার মানুষ। তাপমাত্রা কমলেও মঙ্গলবার সকাল থেকেই গুমোট ভাব ছড়িয়ে পড়েছে গরমের সঙ্গে। ঘামে অস্বস্তি বেড়েছে মানুষের। চিটচিট করছে হাত-পা ও সারা শরীর। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
2/6
এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই মেঘলা রোদ দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায়। বেলা ১২টার পর থেকে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। চলতি সপ্তাহের আগামী কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
3/6
সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির অপেক্ষায় বাঁকুড়াবাসী। বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেড়ে হয়েছে ৪৯ শতাংশ। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও অনুভূত হবে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম। ঘাম হওয়ায় বেড়েছে ডিহাইড্রেশন এবং ডায়রিয়ার সম্ভাবনা। বিশেষজ্ঞ ডাক্তাররা ওআরএস এবং পরিশুদ্ধ পানীয় জল বহন করতে উপদেশ দিচ্ছেন। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
4/6
এদিন আকাশ বিক্ষিপ্ত ভাবে মেঘলা থাকলেও অতিবেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি থাকবে যার সূচক প্রায় এগারোর কাছাকাছি। সারাদিন উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে ছয় কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাতাস। এদিন সূর্যোদয় হয় ভোর ৫টায় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা বেজে ১৯ মিনিটে। বাঁকুড়ার বায়ুর গুণগতমান আজ ১১০ যা মাঝারি রকমের দূষিত বলে গণ্য করা হয়। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
5/6
চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে একই জায়গায়। বৃষ্টিপাত না হলে চিটচিটে গরমের প্রভাব বাড়তেই থাকবে। গরমের সমস্ত গ্লানি এবং কষ্ট দূর করতে পারে একমাত্র বৃষ্টি। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
6/6
এদিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও স্পষ্ট ভাবে কিছুই বলা যাচ্ছে না। বাঁকুড়া জেলার সাম্প্রতিক ট্র্যাক রেকর্ড বলছে একটানা ধারাবাহিকভাবে বৃষ্টি হয়নি এখনও। আবার কখনও কখনও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেখা মেলেনি বৃষ্টির। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)