TRENDING:

Weather Updates | Astrology: কবে হবে বৃষ্টি? আবহাওয়া দফতরের সঙ্গে কী মিলছে জ্যোতিষীর মত? জানলে অবাক হবেন

Last Updated:
Weather Updates | Astrology: জ্যোতিষী যা বললেন, তাতে সত্যিই অবাক হতে হয়! আবহাওয়া দফতরের সঙ্গে কতটা মিল আছে? জানুন
advertisement
1/6
কবে হবে বৃষ্টি? আবহাওয়া দফতরের সঙ্গে কী মিলছে জ্যোতিষীর মত? জানলে অবাক হবেন
এই প্রচন্ড গরমে কবে আসবে বৃষ্টি সেই ভয়ানক পূর্বাভাস দিল বাঁকুড়ার জ্যোতিষী গ্রামে স্বনামধন্য জ্যোতিষী দেবব্রত চ্যাটার্জি। প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে সব মানুষের। একটু বৃষ্টি চাইছে জেলার মানুষ। রেকর্ড তাপমাত্রা ছুঁয়ে গেছে গোটা ভারতবর্ষের মধ্যে বাঁকুড়া জেলায়। ( লেখা: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
2/6
উষ্ণতম স্থানগুলির মধ্যে অন্যতম হচ্ছে বাঁকুড়া। ভয়ানক তাপপ্রবাহ এবং সূর্যের দাবদাহ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে রোজগার জীবন। তবে বৃষ্টি কবে আসবে সেই নিয়ে আবহাওয়া দফতর জানায় যে চলতি সপ্তাহের শেষে সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে অব্যাহত থাকবে এই তাপপ্রবাহ। ( লেখা: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
3/6
অপরদিকে বাঁকুড়ার স্বনামধন্য জ্যোতিষগ্রাম কাপিষ্ঠার স্বনামধন্য জ্যোতিষী বলছেন অন্য কথা। জ্যোতিষ চর্চা অনুযায়ী উঠে এলো এক ভয়ানক অনুমান।( লেখা: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
4/6
কাপিষ্ঠা গ্রামের জ্যোতিষী দেবব্রত চ্যাটার্জি জানান যে চন্দ্রের অবস্থান যদি কর্কট রাশি বা জলরাশিতে থাকে তাহলে বৃষ্টিপাত হয় কিন্তু বর্তমানে চন্দ্রের অবস্থান বৃষ রাশি এবং মেষ রাশির মাঝখানে। এই অবস্থান পরিবর্তন হওয়া একটু কঠিন সাম্প্রতিক।( লেখা: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
5/6
অনুমান করা যাচ্ছে যে প্রায় ছয় থেকে সাত দিন অর্থাৎ ২৬ এপ্রিলের পর হতে পারে বৃষ্টিপাত এমনটাই বলছেন জ্যোতিষী দেবব্রত চ্যাটার্জী। জ্যোতিষ চর্চা অনুযায়ী প্রায় সাত দিন অব্যাহত থাকবে এই ভয়ানক দাবদাহ।( লেখা: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
6/6
যদিও এই কথা শুনে ভেঙে পড়ার কিছু নেই। বিজ্ঞানের ভাষা বলছে অন্য কথা। এই সপ্তাহের শেষে হতে পারে বৃষ্টিপাত এবং আগামী সপ্তাহের মধ্যেখানে কোন একটা দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এখন কার অনুমান মেলে সেটাই দেখার বিষয়।( লেখা: নীলাঞ্জন ব্যানার্জী)
বাংলা খবর/ছবি/বাঁকুড়া/
Weather Updates | Astrology: কবে হবে বৃষ্টি? আবহাওয়া দফতরের সঙ্গে কী মিলছে জ্যোতিষীর মত? জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল