Weather Update: দক্ষিণবঙ্গে রোদ-বৃষ্টির লুকোচুরি! আর এই জেলাতেই ৪ টে বাজলেই ‘খেলা শুরু’
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Weather Update: বাঁকুড়া জেলার ওয়েদার আপডেট, চলতি সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে বৃষ্টিপাত, এমনটাই পূর্বাভাস। তবে ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/6

মঙ্গলবার সকাল থেকেই উঁকি মারছে সূর্য। আপাতত দুপুর দুটো পর্যন্ত আকাশে চলবে সূর্য এবং মেঘের লুকোচুরি। প্রায় বিগত সপ্তাহ ধরে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। সমগ্র জেলা জুড়ে কখনও বজ্র-বিদ্যুৎ সহ আবার কখনও ঝিম ঝিম করে। বৃষ্টিপাতের কারণে কমেছে সর্বোচ্চ তাপমাত্রা।
advertisement
2/6
এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/6
সারাদিন জুড়ে এ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বৃষ্টিপাতের সূচক ৫০ শতাংশের কম। বিকেল চারটে থেকে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এবং তৈরি হবে বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা থাকবে এদিনের আকাশ।
advertisement
4/6
চলতি সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে বৃষ্টিপাত, এমনটাই পূর্বাভাস। তবে ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ থাকায় গুমোট গরম অনুভূত হচ্ছে।
advertisement
5/6
ভোরবেলা সূর্যোদয় হয়, চারটে বেজে ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বেজে ৩১ মিনিটে। এদিন বাঁকুড়ায় অতি বেগুনি রশ্মির পরিমাণ গতকালকে তুলনায় সামান্য কম থাকবে যার সূচক মাত্র চার। দক্ষিণ থেকে উত্তরে প্রায় ১২ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে ঝোড়ো বাতাস। বৃষ্টিপাতের কারণে বায়ুতে বেড়েছে আর্দ্রতার পরিমাণ যার সূচক ৮২ শতাংশ। বাঁকুড়ার বায়ুর গুণগত মান অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে জার সূচক মাত্র ষাট।
advertisement
6/6
পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসতে দেরি হয়েছে প্রায় 8 থেকে 9 দিন। দক্ষিণবঙ্গে গত বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বাঁকুড়া জেলায়। বর্ষা আসতে দেরি হচ্ছে দেখে অনেকেই আশঙ্কা করেছিলেন বৃষ্টিপাত কম হবে এই বছর কিন্তু বর্ষা আসার পরে অব্যাহত টানা বৃষ্টিপাত। অতিবৃষ্টির কারণে বাঁকুড়া জেলায় ইন্দাস ব্লক তুলনামূকভাবে নিচু ভূমি হাওয়ার কারণে জল জমে নষ্ট হচ্ছে ফসল।- Input- Nilanjan Banerjee