Cyclonic Circulation: আকাশ কাঁপিয়ে ঘন কালো মেঘের ঘোরাফেরা, ঘূর্ণাবর্ত কতটা ভোগাবে, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Weather Update: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সম্ভাবনা রয়েছে বজ্র-বিদ্যুৎ- সহ বৃষ্টিপাতের। আপাতত আবহাওয়ার চিন্তা উড়িয়ে খোশ মেজাজে স্বাধীনতা দিবস পালন বাঁকুড়ায়৷
advertisement
1/9

: ১৮ অগাস্ট পর্যন্ত মৌসুমী অক্ষরেখার বিস্তার, পাশাপাশি বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত, যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জারি থাকবে বৃষ্টি৷ ১৫ অগাস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওয়েদার আপডেট অনুযায়ি মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি, বজ্র -বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বারবার৷
advertisement
2/9
মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় দু -এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলে ওয়েদরা আপডেটে জানা গেছে৷
advertisement
3/9
বুধবার দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে৷ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।
advertisement
4/9
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
5/9
১৫ অগাস্টের সকালে শুরুটা হয়েছিল মুষলধারে বৃষ্টি দিয়ে। মাঝ রাত থেকে ভোররাত পর্যন্ত চলে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। তারপর সকাল হতেই মেঘ ভেদ করে পৌঁছায় সূর্যের মিষ্টি আলো। স্বাধীনতা দিবসের দিনে সকালে রোদ ঝলমল করছে বাঁকুড়ায়।
advertisement
6/9
কালো মেঘ এবং বৃষ্টি, আশঙ্কা তৈরি করেছিল যে স্বাধীনতা দিবসের দিনে চলবে বৃষ্টিপাত কিন্তু সুস্থভাবেই চলছে স্বাধীনতা দিবস উদযাপন। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
7/9
বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তা বললে ভুল হবে। সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত রয়েছে বজ্র-বিদ্যুৎ- সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ সূর্যোদয়ের ঠিক পরেই শুরু হবে বৃষ্টিপাত।
advertisement
8/9
মঙ্গলবার স্বাধীনতা দিবসের সূর্যোদয় হয় ভোর ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৬টা ১৪ মিনিটে। এদিন অতিবেগুনি রশ্মির পরিমাণ একটু বেশি থাকবে যার সূচক সাত। বাড়িতে আর্দ্রতার পরিমাণ বেড়ে ৭৫ শতাংশ দাঁড়িয়েছে। সারাদিন পশ্চিম থেকে পূর্বে প্রায় ছয় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে শান্ত বাতাস। এদিন বাঁকুড়ার বায়ুর গুনগতমান ৮২।
advertisement
9/9
বৃহস্পতিবার থেকে বৃদ্ধি পাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। গোটা চলতি সপ্তাহ জুড়ে চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এমনটাই পূর্বাভাস। আগামী সপ্তাহ থেকে দেখা যেতে পারে সূর্যের ধারাবাহিক মুখ। আপাতত বিক্ষিপ্তভাবে কালো মেঘেই ঢাকা থাকবে বাঁকুড়া জেলা। Input- Nilanjan Banerjee