TRENDING:

West Bengal Bankura Weather Update I Heat Alert: ৪৩ ডিগ্রি! হু হু পারদ চড়বে বুধবার থেকে, বাংলার কোথায় দাবদাহ? জানুন ওয়েদারের খবর

Last Updated:
West Bengal Bankura Weather Update I Heat Alert: আবারও চড়বে গরমের পারদ। আগামী বুধবার থেকে বৃষ্টিপাত কমলে তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/6
৪৩ ডিগ্রি! হু হু পারদ চড়বে বুধবার থেকে, বাংলার কোথায় দাবদাহ? জানুন ওয়েদারের খবর
বাঁকুড়ায় স্বাভাবিকের চেয়ে হ্রাস পেয়েছে তাপমাত্রা। বৃষ্টির ওপর ভর করে বিগত দুই দিনে নিয়ন্ত্রণে এসেছে বাঁকুড়ার গরম। জেলায় গত দু’দিন ধরে চলে বজ্র বিদ্যুৎ-সহ জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
2/6
এদিন সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ থাকলেও, ভোর বেলা থেকেই উজ্জ্বল আকাশ। সকাল ৯টায় এবং বিকেল ৪টে থেকে এদিন সারাদিন আকাশ মেঘলা করে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী দু’দিনের মধ্যে সেটা কেটে যাবে। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
3/6
আবারও চড়বে গরমের পারদ। আগামী বুধবার থেকে বৃষ্টিপাত কমলে তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের শেষের দিকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
4/6
এদিন সূর্যোদয় হয় ভোর ৫টায় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা বেজে ২২ মিনিট। সারাদিন বাঁকুড়ার বায়ু মন্ডলে মাঝারি মানের সূর্যের অতিবেগুনি রশ্মি ঢুকবে। দক্ষিণ থেকে উত্তরে ৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাতাস। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
5/6
বাঁকুড়ার বায়ুর গুণগত মান এদিন মাঝারি রকমের দূষিত থাকবে যার সূচক ১১২। বাঁকুড়ার বায়ুতে আদ্রতার পরিমাণ বেড়ে আজ ৭০ থেকে ৭৩ শতাংশ। বেলা বাড়লে বৃষ্টি না হলে কমবে আর্দ্রতার পরিমাণ। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
6/6
বৃষ্টিতে এসেছে রেহাই। তবে বৃষ্টির দৌড় শেষ হলে শুরু হবে সূর্যের ব্যাটিং। এবং পুড়বে বাঁকুড়া জেলা। (রিপোর্টার: নীলাঞ্জন ব্যানার্জী)
বাংলা খবর/ছবি/বাঁকুড়া/
West Bengal Bankura Weather Update I Heat Alert: ৪৩ ডিগ্রি! হু হু পারদ চড়বে বুধবার থেকে, বাংলার কোথায় দাবদাহ? জানুন ওয়েদারের খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল