Weather report of Bankura: ৪৩ ডিগ্রির দাবদাহে নতুন বছরে আচমকা বড় বদল আবহাওয়ায়! কবে বৃষ্টি? রইল জেলার ওয়েদার আপডেট
- Published by:Teesta Barman
Last Updated:
Weather report of Bankura district: শনিবার ভোরবেলা থেকেই আকাশ বিক্ষিপ্ত ভাবে মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে। বেলার দিকে ঝড়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/7

কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে বাঁকুড়া জেলা। তপ্ত তাপপ্রবাহ চলছে চলতি সপ্তাহ জুড়ে। শুক্রবার তাপমাত্রা ৪২ ছাড়িয়ে ৪৩ ছুঁই ছুঁই ছিল। (Reporte: Nilanjan Banerjee)
advertisement
2/7
তবে আজ, শনিবার ভোরবেলা থেকেই আকাশ বিক্ষিপ্ত ভাবে মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে। বেলার দিকে ঝড়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। (Reporte: Nilanjan Banerjee)
advertisement
3/7
সকাল থেকে অনুভূত হচ্ছে প্রবল তাপ। গোটা সপ্তাহ জুড়ে চলছে সূর্যের ভয়াবহ তাণ্ডব। কিন্তু এই তাণ্ডবের মধ্যেই যেন একটুখানি আশার আলো দেখল বাঁকুড়া জেলা। আজ শনিবার এবং আগামিকাল রবিবার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের। (Reporte: Nilanjan Banerjee)
advertisement
4/7
তবে সোমবার থেকে আবারও চড়বে তাপমাত্রার পারদ। আরও বাড়বে গরম এবং ছাড়িয়ে যাবে ৪৫ ডিগ্রি, এমনই পূর্বাভাস। ঠিক যেরকম এই সপ্তাহের শনি-রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা সামান্য রয়েছে সেরকমই আগামী সপ্তাহের শেষে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। (Reporte: Nilanjan Banerjee)
advertisement
5/7
পূর্বাভাস অনুযায়ী, কুড়ি এপ্রিল পর্যন্ত চলবে তাপপ্রবাহ। তাপপ্রবাহের শেষ হতে পারে বৃষ্টির হাত ধরে। এদিন সূর্যোদয় হয় ভোর ৫টা বেজে ২০ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৬টা বেজে ২ মিনিটে। (Reporte: Nilanjan Banerjee)
advertisement
6/7
বেলা ১১টা থেকে দুপুর তিনটে পর্যন্ত অতি বেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি। উত্তর থেকে দক্ষিণে বইবে ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে গরম বাতাস। সমগ্র জেলার বায়ুর গুণগতমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে, যার সূচক ১৬৮। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমেছে তাই আর্দ্রতার মান ৩৭ শতাংশ। (Reporte: Nilanjan Banerjee)
advertisement
7/7
এদিন ভোরবেলা থেকেই আবহাওয়া সামান্য গুমোট হয়ে রয়েছে। সূর্যের দাবদাহ কিছুটা যেন মলিন হয়েছে। তবুও আশঙ্কা থেকে যাচ্ছে আরও জোরদার তাপওপ্রবাহের। সামনের সপ্তাহের পূর্বাভাস অনুযায়ী, সূর্যের তাণ্ডব হতে পারে আরও প্রখর। (Reporte: Nilanjan Banerjee)