TRENDING:

South Bengal Weather Alert: চড়চড়িয়ে চল্লিশ, নাভিশ্বাস সাধারণ মানুষ, আরও কতদিন তাপের দাপট

Last Updated:
১৭ তারিখ পর্যন্ত জারি করা হয়েছে, ভয়ংকর তাপপ্রবাহ এবং দাবদাহের পূর্বাভাস। পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহেই ছাড়িয়ে যাবে চল্লিশের কোঠা, পূর্বাভাস মেনে আজ মঙ্গলবার পারদ ছুই ছুই ৩৯ পার। 
advertisement
1/6
চড়চড়িয়ে চল্লিশ, নাভিশ্বাস সাধারণ মানুষ, আরও কতদিন তাপের দাপট
বাঁকুড়া: সোমবার থেকে বাঁকুড়া জেলায় শুরু হয়েছে মারাত্মক তাপ প্রবাহ। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস যা মঙ্গলবার বৃদ্ধি পেতে চলেছে এক ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
2/6
আগামীকাল বুধবার চল্লিশে প্রবেশ করবে সর্বোচ্চ তাপমাত্রা। আপাতত ১৭ তারিখ পর্যন্ত জারি করা হয়েছে, ভয়ঙ্কর তাপপ্রবাহ এবং দাবদাহের পূর্বাভাস। পূর্বাভাস অনুযায়ি চলতি সপ্তাহেই ছাড়িয়ে যাবে চল্লিশের কোঠা, পূর্বাভাস মেনে আজ মঙ্গলবার পারদ ছুঁইছুঁই ৩৯ পার।
advertisement
3/6
বেলা গড়াতেই এক অস্বাভাবিক তাপপ্রবাহ অনুভূত হচ্ছে বাঁকুড়া জেলাতে। সূর্যের কঠোর রোদে গরম হয়ে যাচ্ছে চারপাশ এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পরিপার্শ্বিক আবহাওয়ায় সেই কারণেই যেন ছ্যাঁকা লাগছে গা ,হাত পায়ে। উন্মুক্ত রাস্তা গরম হয়ে ছড়াচ্ছে উত্তাপ। এই তার থেকে বাঁচার জন্য বিশেষ সতর্কতা জারি।
advertisement
4/6
মুখ চোখ ঢেকে বেরোলেই রেহাই পাবে সাধারণ মানুষ। উজ্জ্বল সূর্যের হাত থেকে বাঁচতে চোখে পড়তে হবে রোজ চশমা এবং ঘনঘন পান করতে হবে জল। বাঁকুড়ার এই তাপপ্রবাহ যুক্ত গরমে হ্রাস পেয়েছে বাতাসে আর্দ্রতার পরিমাণ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৪৩ শতাংশ। প্রচন্ড গরমে দেখা দিচ্ছে বিভিন্ন ধরণের সাময়িক রোগ যেমন মাথা ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া এবং ডিহাইড্রেশন।
advertisement
5/6
আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে ২৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছটায়। সারাদিন উত্তর থেকে দক্ষিণে ৭ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে বাতাস। সেদিন সকাল আটটা থেকে দুপুর চারটে পর্যন্ত সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ কম থাকবে বলেই জানা যাচ্ছে।
advertisement
6/6
তবে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে বাড়ছে উৎকণ্ঠা এদিকে এই সপ্তাহে ৪০ ছাড়িয়ে যাবে তাপমাত্রা। ভয়ঙ্কর তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এই দাবদাহ থেকে যে কীভাবে রেহাই মিলবে তার উত্তর একমাত্র সময় বলতে পারে। Input- Nilanjan Banerjee
বাংলা খবর/ছবি/বাঁকুড়া/
South Bengal Weather Alert: চড়চড়িয়ে চল্লিশ, নাভিশ্বাস সাধারণ মানুষ, আরও কতদিন তাপের দাপট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল