TRENDING:

South Bengal Weather Alert|| আর চিন্তা নেই, এল বলে হুড়মুড়িয়ে বৃষ্টি, রইল গরমে স্বস্তির ওয়েদার আপডেট

Last Updated:
তবে আর চিন্তা নেই, খুব শিগগিরই বৃষ্টিতে ভিজবে বাঁকুড়া জেলা। শান্তি পাবে সাধারণ মানুষ, শান্তি পাবে গাছপালা এবং সমগ্র জেলার প্রাণীসম্পদ। 
advertisement
1/6
আর চিন্তা নেই, এল বলে হুড়মুড়িয়ে বৃষ্টি, রইল গরমে স্বস্তির ওয়েদার আপডেট
বাঁকুড়া: আজকাল টিভি পেপার বা মোবাইল খুললেই দেখা যাচ্ছে দাবদাহ এবং গরমের খবর। সাম্প্রতিক বাঁকুড়া জেলায় শুরু হয়েছে ভয়ানক সূর্যের তাণ্ডব তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আর চিন্তা নেই, খুব শিগগিরই বৃষ্টিতে ভিজবে বাঁকুড়া জেলা। শান্তি পাবে সাধারণ মানুষ, শান্তি পাবে কাজ-গাছালি এবং সমগ্র জেলার প্রাণিসম্পদ।
advertisement
2/6
আজকের ওয়েদার আপডেট অনুযায়ি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের ওপরে এবং সেটা ৪৫ ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। অর্থাৎ বেলা নটার পরই শুরু হয়ে যাবে ভয়ানক তাপপ্রবাহ। নটা বাজতে না বাজতেই ফাঁকা হয়ে যাচ্ছে জেলার ব্যস্ততম এলাকাগুলি। নিজেকে গৃহবন্দী করছে সাধারণ মানুষ।
advertisement
3/6
চলতি সপ্তাহ জুড়ে শুরু হয়েছে প্রচন্ড তাপ, তার সঙ্গে রয়েছে গরম হাওয়া। এই গরম হাওয়া যেন এক প্রকার ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে সমগ্র জেলাকে। সবার একটাই চাহিদা ,সেটি হলো বৃষ্টি। প্রায় দুই সপ্তাহ ধরে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছে বাঁকুড়ার সাধারণ মানুষ।
advertisement
4/6
অধিকাংশের ঘরেই নেই এসি তাই একমাত্র বৃষ্টি করতে পারে এই দাবদাহ থেকে রক্ষা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৪ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রেকর্ড তাপমাত্রায় পৌঁছেছে বাঁকুড়া জেলা। তবে আর চিন্তা নেই, হতে পারে বৃষ্টি।
advertisement
5/6
আগামী শুক্রবার শনিবার এবং রবিবার অর্থাৎ সপ্তাহের শেষে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। এই তিন দিনে তাপমাত্রা কিছুটা স্থগিত হবে বলেই জানা যাচ্ছে। আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে ১৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে ৪ মিনিটে। শুষ্ক গরম পড়েছে বাঁকুড়া জেলায় বায়ুতে আদ্রতার পরিমাণ মাত্র ২৭ শতাংশ। বেলা বাড়তি সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ প্রচন্ড বেশি হয়ে যাবে। সারাদিন ধরে পশ্চিম থেকে পূর্বে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি গরম বাতাস বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার বায়ুর গুণগত মান ১৫৩ যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
advertisement
6/6
অবশেষে সামান্য বৃষ্টি একটু আশা দেখছে বাঁকুড়া জেলা। বর্তমানে বাঁকুড়ার আবহাওয়া দেখলে হয়তো মনে হতেই পারে যে বৃষ্টি বলে কোন প্রাকৃতিক ঘটনার অস্তিত্ব নেই পৃথিবীতে। এই খাঁ-খাঁ জলন্ত রোদ্দুরে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সকলের। তবুও মনে হচ্ছে এই তাপপ্রবাহের দামামা শেষ হতে চলেছে। Input-  Nilanjan Bannerjee
বাংলা খবর/ছবি/বাঁকুড়া/
South Bengal Weather Alert|| আর চিন্তা নেই, এল বলে হুড়মুড়িয়ে বৃষ্টি, রইল গরমে স্বস্তির ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল