TRENDING:

Rath Yatra 2023 Rain Alert: আবহাওয়ার চরম টালমালাটাল, রথের দিনেও কখন কোথায় বৃষ্টি

Last Updated:
Rath Yatra 2023 Rain Alert: রথ আসার সঙ্গে যেন শান্তি ফিরল বাঁকুড়া জেলায়। এসেছে বৃষ্টি এবং পরিশুদ্ধ হয়েছে বাঁকুড়ার বায়ুর গুণগত মান।
advertisement
1/7
Rath Yatra 2023 Rain Alert-আবহাওয়ার চরম টালমালাটাল,রথের দিনে কখন কোথায় বৃষ্টি
প্রাক মৌসুমী বায়ু বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ৷ রথ আসার সঙ্গে যেন শান্তি নিয়ে এল বাঁকুড়া জেলায়। এসেছে বৃষ্টি এবং পরিশুদ্ধ হয়েছে বাঁকুড়ার বায়ুর গুণগত মান। আজ রথযাত্রা, বাঙালি তথা গোটা ভারতের একটি জনপ্রিয় উৎসব। এদিন লোকমুখে প্রচারিত যে একটু বৃষ্টি হবেই হবে। বাঁকুড়ায় সোমবার মাঝারি রকমের বৃষ্টিপাত হয় এবং সর্বোচ্চ তাপমাত্রা নেমে যায় বেশ খানিকটা।
advertisement
2/7
রথের দিনেও  সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সোমবারের তুলনায় এক ডিগ্রি কম ৩৫ ডিগ্রি সেলসিয়াস মত থাকবে। সারাদিন ধরেই আকাশ মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা৷ জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ৭০ শতাংশ।
advertisement
3/7
আগামী কয়েকদিন আবহাওয়া একই রকমের থাকবে বলে জানা যাচ্ছে। আরও নিচে নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা এবং সপ্তাহ জুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
4/7
এদিন সূর্যোদয় হয় ভোর চারটে বেজে ৫৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা বেজে ৩০ মিনিটে।
advertisement
5/7
দক্ষিণ থেকে উত্তরে ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাতাস। এদিন আকাশ মেঘলা থাকলেও অতি বেগুনি রশ্মির পরিমাণ বেশি থাকবে বলে জানা যাচ্ছে। এদিন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ থাকবে।
advertisement
6/7
বাঁকুড়ার বায়ুর গুণগতমান যথেষ্ট উন্নতি করেছে , সূচক মাত্র ৬৬। আর্দ্রতা  বেশি থাকায় ঘাম হবে৷
advertisement
7/7
কাগজে কলমে বৃষ্টির পূর্বাভাষ ছিল অনেকদিন ধরে তবে বৃষ্টি হয়নি বাঁকুড়া জেলায়। তাই বৃষ্টির অপেক্ষার অবসান হল সোমবার । রেহাই পেল সাধারণ মানুষ। মেঘলা আকাশের নিচে রথের উৎসবে মেতেছে বাঁকুড়াবাসী। Input- Nilanjan Banerjee
বাংলা খবর/ছবি/বাঁকুড়া/
Rath Yatra 2023 Rain Alert: আবহাওয়ার চরম টালমালাটাল, রথের দিনেও কখন কোথায় বৃষ্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল