Weather Update: এবারও কি দক্ষিণবঙ্গের এই জেলায় রেকর্ড বৃষ্টি? জানুন আবহাওয়ার আগাম আপডেট
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
মেঘলা আকাশ সঙ্গে করে চলছে বৃষ্টি। গত বছর গোটা রাজ্যের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয় বাঁকুড়া জেলায়। এ বছরও গতিবিধি সেই একই দিকেই যাচ্ছে।
advertisement
1/7

কাঠফাটা গরম, প্রচন্ড দাবদাহ এবং সূর্যের প্রখর রুদ্র রোষ এখন অনেকটা কম। সকাল থেকেই মেঘলা আকাশ। আবার কোথাও কোথাও রোদ। এমনই চিত্র ধরা পড়ল বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে।
advertisement
2/7
খাতড়া মহকুমার একাধিক ব্লকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে সঙ্গে আকাশের মুখ ভার সকাল থেকে। আবার বিষ্ণুপুরের বেশ কিছু অঞ্চলে বেলা এগারোটা নাগাদ চলে মুষলধারে বৃষ্টি।
advertisement
3/7
একই চিত্র ধরা পড়েছে বড়জোরা এবং বেলিয়াতোরে। এদিন জেলা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন রয়েছে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
4/7
আগামী সপ্তাহেও একই রকম থাকবে আবহাওয়া তবে বাড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সঙ্গে তাল খানিকটা তাপমাত্রার পারদও নামবে এমনটাই জানা গিয়েছে।
advertisement
5/7
এদিন সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা বেজে ৭ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধে ৬ টা বেজে ১৯ মিনিটে। অতিবেগুনি রশ্মির পরিমাণ বেশি থাকবে। যার সূচক ৭।
advertisement
6/7
দক্ষিণ থেকে উত্তরে প্রায় ১২ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে বাতাস। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৭৫ শতাংশ। এদিন বাঁকুড়ার বায়ুর গুণগত মান ৫৬ যা শরীরের পক্ষে একদমই ক্ষতিকর নয়।
advertisement
7/7
মেঘলা আকাশ সঙ্গে করে চলছে বৃষ্টি। গত বছর গোটা রাজ্যের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয় বাঁকুড়া জেলায়। এ বছরও গতিবিধি সেই একই দিকেই যাচ্ছে। (নীলাঞ্জন ব্যানার্জী)