Mahatma Gandhi: শতবর্ষ আগে বাঁকুড়ার এই গ্রামে এসে চরকা কেটেছিলেন মহাত্মা গান্ধি
- Reported by:Nilanjan Banerjee
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Mahatma Gandhi:ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বাঁকুড়া জেলার সঙ্গে এক গাঁটছড়ায় বাঁধা।
advertisement
1/6

ঠিক ১০০ বছর আগে বাঁকুড়ায় এসেছিলেন গান্ধিজি। ব্রিটিশ রাজের হাত থেকে ভারত মাতার স্বাধীনতা ছিনিয়ে আনতে বিশেষ ভূমিকা রয়েছে বাঁকুড়া জেলার। নেতাজী এবং গান্ধিজি বারংবার এসেছেন বাঁকুড়া জেলায়। সে সভা করতেই হোক বা বিশেষ বৈঠক , গোটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বাঁকুড়া জেলার সঙ্গে এক গাঁটছড়ায় বাঁধা।
advertisement
2/6
১৯২৫ সালে অমরকানন মঠে বিশেষ কাজে আসেন মহাত্মা গান্ধি। তখন গান্ধিজিকে একটা বিশেষ অনুরোধ করেন গোবিন্দ প্রসাদ সিংহ। তারপর যা ঘটল ।
advertisement
3/6
গোবিন্দ ধামের ঠিক এই জায়গাতে খারাপ হয় গান্ধিজির গাড়ি। তারপর গোবিন্দধাম গ্রামের মানুষজন ছুটে আসেন বাতাসা জল হাতে। গান্ধিজিকে পরান হয় মালা। গ্রামে বসে চরকা কাটেন তিনি।
advertisement
4/6
ইতিহাস গবেষক সুকুমার সিংহ জানান, বর্তমানে গোবিন্দধাম গ্রামে গোবিন্দ প্রসাদের এবং গান্ধিজির অস্থি শায়িত আছে পাশাপাশি।
advertisement
5/6
গোবিন্দ প্রসাদ সিংহের হাত ধরেই পরিচালিত হত বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রাম। বাঁকুড়া জেলার আমারকাননকে ব্রিটিশ সরকার হট বেড বলে চিহ্নিত করে। বাঁকুড়ার এই পুণ্যভূমিতে আসেন মহাত্মা গান্ধি।
advertisement
6/6
বাঁকুড়ার গোবিন্দধাম গ্রামে আসলে অবশ্যই ঘুরে দেখুন এই গ্রামটি। হয়ত গান্ধি চেতনায় নিজেকে উদ্বুদ্ধ করতে পারবেন।