Bankura News: 'এই' গ্রামেই পা রেখেছিলেন গান্ধীজি, ঘটেছিল এক অদ্ভুত ঘটনা, জড়িয়ে রয়েছে ইতিহাস
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bankura News: আজও গোবিন্দধাম গ্রামে গেলে শোনা যায় তাঁদের ফিসফিসানি, যেন এখনও আলোচনা করে চলেছেন এই অভাগা দেশের উন্নতির কথা।
advertisement
1/6

বাঁকুড়ার গোবিন্দধামেই ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। এই গ্রামে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন গান্ধীজী।
advertisement
2/6
জঙ্গলে ঘেরা ছিল তৎকালীন গোবিন্দধাম। এমনই এক রাস্তা দিয়ে যাচ্ছিল গান্ধীজির গাড়ি।
advertisement
3/6
গান্ধীজির গাড়ির চাকা খুলে যায় এই জায়গায়। বাধ্য হয়ে চরকা কাটতে হয়েছিল গ্রামেই। বললেন শিক্ষক এবং ইতিহাস গবেষক সুকুমার সিংহ।
advertisement
4/6
নেতাজি এবং গান্ধীজি বারংবার এসেছেন বাঁকুড়া জেলায়। হটস্পট ছিল গোবিন্দধাম।
advertisement
5/6
গোবিন্দধাম গ্রামে গোবিন্দ প্রসাদের এবং গান্ধীজির অস্থি শায়িত আছে পাশাপাশি।
advertisement
6/6
অবশ্যই ঘুরে দেখুন এই ইতিহাস বিজড়িত গ্রাম। বাঁকুড়া শহরের খুব কাছেই।