TRENDING:

Bankura News: খেলা চলত দিল্লি দরবারে, রাজা বীর হাম্বীরের আমলের ঐতিহাসিক দশাবতার তাস আজও বিস্ময়ের

Last Updated:
Bankura News: বিষ্ণুপুরের দশাবতার তাস। অতীতে দিল্লির রাজ দরবারে খেলা হত এই তাস দিয়ে।
advertisement
1/6
খেলা চলত দিল্লি দরবারে, রাজা বীর হাম্বীরের আমলের ঐতিহাসিক দশাবতার তাস বিস্ময়কর
বিষ্ণুপুরের দশবতার তাস। দিল্লীর রাজ দরবারে খেলা হত এই তাস।
advertisement
2/6
এই বিশেষ তাস যা তৈরি কাপড় দিয়ে।তাসের ওপর আঁকা থাকে বিষ্ণুর দশটি রূপ অর্থাৎ দশ অবতার
advertisement
3/6
দিল্লীর দরবারে এই তাস দেখতে পান বিষ্ণুপুরের রাজা বীর হাম্বীর। তখন নাম ছিল গঞ্জিফা।
advertisement
4/6
রাজা ফৌজদার পরিবারকে আদেশ দেন নিজস্ব ঘরানায় তাস বানাতে। জন্ম হয় দশাবতার তাসের।
advertisement
5/6
বাঁকুড়ার বিষ্ণুপুরের দশাবতার তাস ভারতীয় ডাক বিভাগের ডাক টিকিটে জায়গা করে নিয়েছে।
advertisement
6/6
বিষ্ণুর দশটি অবতার আঁকা থাকে নিপুণ হস্তে। এই আকর্ষনীয় তাস ছড়িয়েছে দেশ বিদেশে।
বাংলা খবর/ছবি/বাঁকুড়া/
Bankura News: খেলা চলত দিল্লি দরবারে, রাজা বীর হাম্বীরের আমলের ঐতিহাসিক দশাবতার তাস আজও বিস্ময়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল