Vastu Tips:রাতে বালিশের নীচে এক টাকার কয়েন বা কয়েকটি এলাচ রেখে দেখুন, সকালে নিজেকেই নিজে চিনতে পারবেন না
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বাস্তুশাস্ত্রমতে কীভাবে সহজে বড়লোক হতে পারেন? পড়ুন
advertisement
1/10

জীবনের প্রতি মুহূর্তে উন্নতি চাইছেন? কিন্তু হাজার-ও চেষ্টা করেও উন্নতি হচ্ছে না? কাজে আসছে একের পর এক বাধা? চিন্তা করবেন না!এই ছোট্ট কাজেই লুকিয়েআছে আপনার সাফল্যের চাবিকাঠি
advertisement
2/10
এমন অনেক জিনিস রয়েছে যেগুলি আর্থিক অনটন কিংবা বাধা-বিপত্তি দূর করতে কাজে আসে। সঠিক সময়ে এবং সঠিক ভাবে ব্যবহার করলে নিশ্চিতভাবে এগুলি থেকে উপকার পাওয়া সম্ভব।
advertisement
3/10
অভিজ্ঞ জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বিশারদ অশোক শাস্ত্রী জানান, বাস্তুশাস্ত্রে উল্লেখিত রয়েছে এমন ৬ টি জিনিসের কথা যেগুলির মধ্যে এমন ক্ষমতা রয়েছে যা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে।
advertisement
4/10
তবে এই জিনিসগুলি ব্যবহার করার কিছু পদ্ধতি রয়েছে। এই জিনিসগুলি ঘুমানোর সময় মাথার বালিশের নীচে নিয়ে শুতে হবে, তাহলে ভাগ্য সংক্রান্ত বাধা-বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
5/10
ময়ূরের পালক যদি ঘুমোনোর সময় মাথার বালিশের নীচে রাখা সম্ভব হয় তবে টাকার অভাব দূর হয় অনেকটাই। এছাড়া আর্থিক সমস্যা কিংবা লোকসান থেকেও মুক্তি পাওয়া যায় সহজে।
advertisement
6/10
ঘুমানোর সময় যদি মাথার বালিশের নীচে এক টাকার কয়েন রাখেন তবে রোগ ব্যধি থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। টাকার অভাব দূর হতে সময় লাগে না।
advertisement
7/10
যদি ঘুমোনোর সময় বালিশের নীচে রসুনের কোয়া রাখা সম্ভব হয় তবে ঘরে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। টাকা আসে হুহু করে, ঘুম ভাল হয়, ঘরে শুভ প্রভাব আসতে শুরু করে
advertisement
8/10
বালিশের নিচে যদি হলুদগুলো রাখা সম্ভব হয়। তবে নতুন ভাবে চাকরির যোগ তৈরি হতে শুরু করে। এছাড়া ধন সম্পদের অভাব থাকে না। তাই অনেকটাই দ্রুত আর্থিক সংকট থেকে মুক্তি মেলে।
advertisement
9/10
তুলসী পাতার এমনিতেই নানান গুনাগুন। তবে তুলসী পাতা কিন্তু সৌভাগ্য বহন করে আনতে অনেকটা সাহায্য করে। মাথার বালিশে তুলসী পাতা দেখে ঘুমালে সৌভাগ্য জেগে উঠতে শুরু করে।
advertisement
10/10
বালিশের নীচে এক থেকে দু'টি এলাচ রাখলে ঘুমনো ভাগ্য পুনরায় জেগে উঠবে। বাধা-বিপত্তি থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে,সাফল্য আসতেসময় লাগবে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips:রাতে বালিশের নীচে এক টাকার কয়েন বা কয়েকটি এলাচ রেখে দেখুন, সকালে নিজেকেই নিজে চিনতে পারবেন না