Vastu: ঘর মোছার জলে ১ চিমটি, টানা ২১ দিন স্নানের জলেও শুধু এক চিমটিই! আপনার সংসারে সুখ-অর্থের বন্যা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Vastu: স্বামী-স্ত্রীর মধ্যে ঘন ঘন মনোমালিন্য, ক্ষতি হতে পারে সাংসারিক জীবনে। সংসারে সুখ বজায় রাখতে মেনে চলুন এই বাস্তু টিপস।
advertisement
1/5

*পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তু শাস্ত্রে নানা উপায় সম্পর্কে জানানো রয়েছে। লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে, পরিবারের সুখ-সমৃদ্ধি বজায় রাখে। পাশাপাশি জীবনের সমস্ত বাধা দূর হয়।
advertisement
2/5
*কাচের পাত্রে ৪-৫টি লবঙ্গের সঙ্গে স্বল্প লবণ মিশিয়ে বাড়ির কোণায় রেখে দিতে হবে। তবে এমন স্থানে রাখতে হবে, যেখানে কারও দৃষ্টি না পৌঁছয়। এতে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে।
advertisement
3/5
*স্নানের জলে এক চামচ সন্ধব লবণ মিশিয়ে কমপক্ষে ২১ দিন লাগাতার এই লবণ মেশানো জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়।
advertisement
4/5
*পরিবারের নেতিবাচক শক্তি দূর করার আর একটি উপায় রয়েছে। এক বালতি জলে সন্ধ্যৈব লবণ মিশিয়ে ঘর মুছে শেষে সেই জল বাইরে ফেলে দিতে হবে। সপ্তাহে কমপক্ষে একবার এই উপায় করলে ভাল ফল পাবেন।
advertisement
5/5
*সন্ধ্যৈব লবণ দিয়ে প্রদীপ বা আলো জ্বালালেও সুফল মেলে। এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তবে সন্ধ্যৈব লবণের ল্যাম্প বা প্রদীপ দানি নিয়মিত পরিষ্কার করা উচিৎ। এই উপায়ে আর্থিক অনটন দূর হয়। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই বিশেষজ্ঞ বা জ্যোতিষশাস্ত্রবিদের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu: ঘর মোছার জলে ১ চিমটি, টানা ২১ দিন স্নানের জলেও শুধু এক চিমটিই! আপনার সংসারে সুখ-অর্থের বন্যা