একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করা হয়। মা তারার জগদ্ধাত্রী রূপে সাজ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারাপীঠ মন্দিরে ভিড় জমান। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘‘এদিন মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হচ্ছে। এ দিন সন্ধ্যায় মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে।”
advertisement
তিনি আরও জানান ভোগে “বলির পাঁঠার মাংস, মাছ, পোলাও, পাঁচ রকম সবজি, পোলাও, খিচুড়ি দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। বিশেষ আরতি হয়। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মন্দির রকমারি আলোয় সাজানো হয়েছে।’’প্রত্যেক দিনের মতন এই দিনও ভোরবেলায় মঙ্গল আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে ভক্তদের জন্য গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়।
সন্ধ্যাবেলায় মা তারাকে জগদ্ধাত্রী রূপে সাজিয়ে স্বর্ণালংকারে ভূষিত করা হয়েছে। জায়ান্ট স্ক্রিন এর মাধ্যমে ভক্তদের জন্য সন্ধ্যা আরতি দেখার ব্যবস্থা করা হয়েছে মন্দির কমিটির তরফ থেকে। এছাড়া ভিড় সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী ব্যবস্থা করা হয়েছে। গোটা মন্দির চত্বর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।






