Trigarhi Rajyog 2025: ১০০ বছর পরে রাজযোগের ফুলঝুরি! সূর্য, মঙ্গল, বুধ মিলন, ত্রিগ্রহী রাজযোগে বৃশ্চিক-সহ ৩ রাশির বাম্পার লাভ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Trigarhi Rajyog 2025: ত্রিগ্রহী রাজযোগে বিশাল উন্নতিকর পরিস্থিতি, সূর্য, মঙ্গল, বুধের শক্তিশালী রাজযোগে ফিরছে দিন
advertisement
1/17

নভেম্বর মাসে বেশ কয়েকটি গ্রহের অবস্থানের পরিবর্তন হতে চলেছে, কখনও বক্রি, কখনও মার্গি, কখনও উদয়, কখনও অস্ত হবে, এছাড়াও রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/17
জাতক-জাতিকার জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ গ্রহের সেনাপতি মঙ্গল বর্তমানে নিজের রাশি বৃশ্চিকে বিরাজমান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/17
মঙ্গলের এই অবস্থানের ফলে কয়েকটি রাশির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে ৷ যখনই কোনও গ্রহ তার উচ্চরাশিতে বিরাজমান হয় সেক্ষেত্রে সেই গ্রহ আরও শক্তিশালী হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/17
আগামী ১৬ নভেম্বর ২০২৫ রাজা সূর্যও বৃশ্চিকে প্রবেশ করার ফলে সূর্য, মঙ্গল, বুধের ত্রিগ্রহী রাজযোগের নির্মাণ হবে ৷ একই সঙ্গে মঙ্গল সূর্যের মধ্যে মঙ্গলাদিত্য ও সূর্য বুধের মধ্যে বুধাদিত্য রাজযোগের নির্মাণ হবে ৷
advertisement
5/17
এরফলেই কয়েকটি রাশি বাম্পার ফল পাবে, আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ টাকা, পয়সা প্রচুর পরিমাণে পাবেন, চন্দ্র হলেন মনের কারক তাই চন্দ্রের অবস্থানে বিশেষ প্রভাব বিস্তার করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/17
এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকারা ত্রিগ্রহী রাজযোগের ফলে অত্যন্ত ভাল ফল পাবেন ৷ আগামী ১৬ নভেম্বর দুপুর ০১.৪৪-এ বৃশ্চিকে প্রবেশ করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/17
আগে থেকেই মঙ্গল, বুধ আছেন এরফলেই তিনটি গ্রহের মহামিলনে ত্রিগ্রহী রাজযোগের নির্মাণ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/17
তুলা রাশির জাতক-জাতিকারা পাবেন বাম্পার লাভ, কেননা রাশির লগ্নে স্বামী শুক্রের বসবাস ৷ এরফলেই তৈরি হচ্ছে মালব্য রাজযোগ ৷ রাশির দশম ঘরে দেবগুরু বৃহস্পতি হংস মহাপুরুষ রাজযোগের নির্মাণ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/17
দ্বিতীয় ঘরে তৈরি হচ্ছে ত্রিগ্রহী রাজযোগ ৷ এছাড়াও শুক্রের দৃষ্টি রাশির সপ্তম ঘরে পড়ছে ৷ শিল্পকলায় আগ্রহ বাড়বে জাতক-জাতিকার ৷ মঙ্গল, সূর্য, বুধ একই সঙ্গে আসায় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ৷ হঠাৎ করে টাকা পয়সা হাতে আসবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/17
প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাভ পাবেন জাতক-জাতিকা, জীবনে সব থেকে ভাল সময়ে আসবে ৷ সূর্যের কারণে সরকারি চাকরির সম্ভাবনা থাকছে, পেতে পারেন সরকারি টাকাও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/17
বাণীর ঘরে অত্যন্ত পরিমাণে লাভ করবেন জাতক-জাতিকা ৷ জীবনের সব থেকে বেশি লাভ পাবেন ৷ এবার আরও ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/17
বৃশ্চিক রাশির জাতক-জাতিকা পাবেন ৷ ভাল ফল সূর্য, মঙ্গল, বুধের ত্রিগ্রহী রাজযোগের ফলে আরও ভাল সময় আসতে চলেছে ৷ সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/17
সরকারি কাজের টেন্ডার পাবেন, চাকরিজীবীরা পাবেন অত্যন্ত ভাল খবর, জীবন শুরু করতে পারবেন নতুন করে ৷ টাকা পয়সার সঙ্গে সঙ্গে বাড়ি গাড়ি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/17
মিথুন রাশির জাতক-জাতিকা পাবেন অত্যন্ত ভাল সময় ৷ মঙ্গল, বুধ, সূর্যের য়ুতির ফলে ত্রিগ্রহী রাজযোগের নির্মাণ করতে চলেছে ৷ এই রকম ভাবেই ভাগ্যের সঙ্গ পাবেন ৷ শত্রুর সঙ্গে এবার বোঝাপড়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/17
সূর্য, বুধ ও মঙ্গলের জীবনসঙ্গীর সঙ্গে এবার আরও ভাল সম্পর্ক হতে চলেছে ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন ৷ সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/17
শিল্পকলায় এবার আগের থেকে আরও ভাল ফল পেতে পারেন ৷ জীবনের সব থেকে ভাল সময়ের মধ্যে যাবেন জাতক-জাতিকা, সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/17
<strong>Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Trigarhi Rajyog 2025: ১০০ বছর পরে রাজযোগের ফুলঝুরি! সূর্য, মঙ্গল, বুধ মিলন, ত্রিগ্রহী রাজযোগে বৃশ্চিক-সহ ৩ রাশির বাম্পার লাভ