Moles: ‘তিল’ দেখেই বোঝা যাবে কপাল! মহিলাদের শরীরের এই কয়েকটি জায়গায় তিল থাকলে টাকাপয়সা-সোনাদানার কোনওদিন অভাব হবে না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Lucky Moles on Body:মহিলাদের কোন কোন অঙ্গে, কোথায় কোথায় তিল থাকা শুভ তা রইল এই প্রতিবেদনে। শরীরের এইসব স্থানে তিল থাকলে টাকার অভাব থাকে না মহিলাদের।
advertisement
1/13

কারও মুখে, কারও হাতে, কারও গলায়, পায়ে। মানুষের শরীরের বিভিন্ন অংশে দেখা যায় তিল। তবে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, শরীরে তিল থাকার বিশেষ গুরুত্ব রয়েছে। শুধু তাই শরীরের কোন অংশে তিল রয়েছে, তার উপরেও নির্ভর করে ওই ব‍্যক্তির ভাগ‍্য।
advertisement
2/13
জ‍্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক হল সামুদ্রিক শাস্ত্র। জ‍্যোতিষাচার্য পণ্ডিত পঙ্কজ পাঠক জানালেন এই শাস্ত্র অনুযায়ী, ব‍্যক্তির শরীরে তিল থাকা শুভ এবং অশুভ দুই হতে পারে।
advertisement
3/13
শরীরের কোন স্থানে তিল রয়েছে তা আভাস দিতে পারে ভাগ‍্যফলের। সেইসঙ্গে ব্যক্তির স্বভাব এবং ভবিষ্যৎ সম্পর্কেও ত‍থ‍্য জানান দেয়। এগুলির প্রভাব ব্যক্তির ব্যক্তিত্ব এবং ভাগ্যোন্নয়নে পড়ে।
advertisement
4/13
তিলের স্থান বিশেষে ভাগ‍্যের ফের আলাদা আলাদা হয় পুরুষ-নারীর ক্ষেত্রে। সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, জ‍্যোতিষবিদের পরামর্শে মহিলাদের কোন কোন অঙ্গে, কোথায় কোথায় তিল থাকা শুভ তা রইল এই প্রতিবেদনে। শরীরের এইসব স্থানে তিল থাকলে টাকার অভাব থাকে না মহিলাদের।
advertisement
5/13
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, যদি কোনও মহিলার কপালে ডানদিকে তিল থাকে তবে এটি সৌভাগ্যের চিহ্ন হিসাবে বিবেচিত হয়। মহিলাদের কপালে তিল থাকে, তারা সর্বদা সফলতা অর্জন করে। এই নারীরা কখনও পরিশ্রম করতে পিছপা হয় না। তারা তাদের কাজের মাধ্যমে বিশ্বের সামনে তাদের পরিচয় তৈরি করে এবং সব ধরনের খ্যাতি অর্জন করে।
advertisement
6/13
মহিলাদের পিঠে তিল থাকাও শুভ বলে মনে করা হয়। পিঠে তিল থাকে যেসব মহিলাদের সামুদ্রিক শাস্ত্রমতে, তাদের ধনসম্পদের অভাব হয় না। এগিয়ে যাওয়ার পথে না পরিবার না সমাজ কোনও বাধা হয়ে দাঁড়ায়, কাজের মাধ্যমে নিজেই একটি স্থান অর্জন করে।
advertisement
7/13
অন্যদিকে যেসব মহিলাদের কাঁধে তিল থাকে, তারা তাদের জীবনে সব ধরনের আরাম-আয়েশে দিন কাটাতে পারেন। এই মহিলারা তাদের ভাষার মাধুর্য দিয়ে সবাইকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন।
advertisement
8/13
যেসব মহিলাদের গলায় তিল থাকে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, এমন মহিলারা বেশ ধৈর্যশীল এবং চতুর হয়। এমন মহিলারা সমাজের মঙ্গলের জন্য কাজ করে এবং বিলাসবহুল জীবনযাপন করে।
advertisement
9/13
অন্যদিকে যেসব মহিলাদের পায়ের আঙুলে তিল থাকে, তারা জীবনে সব ধরনের সুখ-সুবিধার আনন্দ উপভোগ করে এবং সর্বদা ভ্রমণ করে।
advertisement
10/13
যেসব মহিলাদের ঠোঁটের উপরে তিল থাকে তারা অত‍্যন্ত আকর্ষণীয় ব‍্যক্তিত্বের অধিকারিনী হন। ভাগ্য সর্বদা সঙ্গে থাকে। ঠোঁটে তিল থাকা মহিলারা অত‍্যন্ত পরিশ্রমীও হন।
advertisement
11/13
অন্যদিকে যেসব মহিলাদের ভ্রুর মধ্যে তিল থাকে, তারা বেশ ভাগ্যবান হয় এবং বুদ্ধিতে সমৃদ্ধ হয়। তারা কাজের পাশাপাশি পরিবারের যত্ন নেয় এবং তাদের কখনও অর্থের অভাব হয় না।
advertisement
12/13
মহিলাদের কোমরে তিল থাকাও অত‍্যন্ত শুভ বলে মনে করা হয়। কোমরে তিল থাকা ধনী হওয়ার সঙ্কেত হিসাবে বিবেচিত হয়। এমন ধরনের মেয়েরা অত‍্যন্ত পরিশ্রমী হন। অপরিসীম ধন এবং ঐশ্বর্যের সঙ্গে জীবনযাপন করে।
advertisement
13/13
কোমরে তিল থাকলে সেই মহিলারা যেকোনও ক্ষেত্রেই প্রচুর নাম এবং সফলতা অর্জন করে। অন্যদিকে যেসব মহিলাদের উরুতে তিল থাকে, তারা বেশ সমৃদ্ধ এবং সুখী পরিবারে জীবনযাপন করে এবং বেশ ধনী হয়। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Moles: ‘তিল’ দেখেই বোঝা যাবে কপাল! মহিলাদের শরীরের এই কয়েকটি জায়গায় তিল থাকলে টাকাপয়সা-সোনাদানার কোনওদিন অভাব হবে না