Kojagari Lakshmi Puja Astro Tips: কোজাগরী লক্ষ্মীপুজোয় ভুলেও দেবেন না ‘এই’ রঙের ফুল! ভোগ রাঁধবেন না ‘এই’ বাসনে! রুষ্ট দেবীর কোপে ছারখার হবে জীবন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kojagari Lakshmi Puja Astro Tips: কথায় আছে কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন।তবে এদিন মায়ের আশীর্বাদ পেতে মেনে চলতে হবে এই কিছু নিয়ম।
advertisement
1/6

আগামী ৬ অক্টোবর, সোমবার পালিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো৷ ঘরে ঘরে পূজিত হবেন শ্রী সম্পদের দেবী লক্ষ্মী৷ সোমবার অহোরাত্র অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিনই পূর্ণিমা থাকছে৷
advertisement
2/6
কথায় আছে কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন।তবে এদিন মায়ের আশীর্বাদ পেতে মেনে চলতে হবে এই কিছু নিয়ম।
advertisement
3/6
বিশিষ্ট জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানান কোজাগরী লক্ষ্মী পূজার দিন এমন কিছু কাজ রয়েছে যা করলে মা রুষ্ট হন। কী সেই কাজগুলো জানেন ?
advertisement
4/6
লক্ষ্মীপুজোয় সাদা ফুল একেবারে ব্যবহার করবেন না৷ লাল, গোলাপি কিংবা হলুদ রঙের ফুল মাকে অর্পণ করতে পারেন।
advertisement
5/6
লোহার তৈরি কোন বাসন মা লক্ষ্মীর পুজোতে ব্যবহার করতে পারবেন না। এছাড়াও পুজোর সময় কালো বা সাদা বস্ত্রের উপর মায়ের মূর্তি স্থাপন করা যাবে না।
advertisement
6/6
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ধূপ, প্রদীপ অবশ্যই এদিন মায়ের ডানদিকে রাখবেন। এছাড়াও এ দিন নিজে লাল বা হলুদ বস্ত্র পরে মায়ের পুজো করবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kojagari Lakshmi Puja Astro Tips: কোজাগরী লক্ষ্মীপুজোয় ভুলেও দেবেন না ‘এই’ রঙের ফুল! ভোগ রাঁধবেন না ‘এই’ বাসনে! রুষ্ট দেবীর কোপে ছারখার হবে জীবন