Lakshmi Puja Astro Remedies: ৫ টি কড়ি দিয়ে কোজাগরী লক্ষ্মীপুজোয় ১ টি ছোট্ট কাজ! ক্যাশবাক্সে হু হু করে ঢুকবে টাকা! সুখ সমৃদ্ধি অফুরান!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Lakshmi Puja Astro Remedies: কোজাগরী লক্ষ্মীপুজোয় কী করবেন, কী করবেন না জেনে নিন। সংসারের মঙ্গলকামনায় পালন করুন কিছু জ্যোতিষ টোটকা
advertisement
1/7

আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপুজো গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ৷ এই বিশেষ দিনের জন্য নির্দিষ্ট আচার আচরণ ও আহারবিধি আছে৷ মনে করা হয় এই জ্যোতিষ টোটকাগুলি পালন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে ঘর সংসার ও পরিবারে উপচে পড়ে সুখ শান্তি ও আনন্দ৷
advertisement
2/7
কোজাগরী লক্ষ্মীপুজোয় কী করবেন, কী করবেন না জেনে নিন। সংসারের মঙ্গলকামনায় পালন করুন কিছু জ্যোতিষ টোটকা। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
3/7
পরমান্ন রান্না করে চাঁদের আলোয় রাখুন: আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কোজাগরী লক্ষ্মীপুজোর দিন পরমান্ন তৈরি করে তা সন্ধ্যাবেলায় চাঁদের আলোয় রাখুন। প্রয়োজন হলে একটি নেট বা মশারির কাপড় দিয়ে সেই পায়েস ঢেকে রাখুন। পরের দিন ওই পায়েস বাড়ির সবাই মিলে খান। প্রথাগত বিশ্বাস অনুযায়ী, এতে শরীরও সুস্থ থাকে। এবং ঘরের আর্থিক শ্রীবৃদ্ধিও হয়।
advertisement
4/7
নারায়ণ পুজো: এই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিন লক্ষ্মী পুজোর সঙ্গে নারায়ণ পুজোও করা হয়ে থাকে। এতে সারা বছর দেবীর কৃপা পাওয়া যায়। পাশাপাশি, এই দিনে পাঁচটি কুমারী মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিলে দেবী প্রসন্ন হন।
advertisement
5/7
অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়ুন: লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালি পড়ুন। একই সঙ্গে ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। লক্ষ্মী পুজোর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে বাড়ির মঙ্গল হয়।
advertisement
6/7
লক্ষ্মী পুজোর দিন দেবীর পায়ের সামনে পাঁচটি কড়ি রেখে পুজো করান। পুজো শেষ হলে সেই কড়িগুলি ক্যাশবাক্সে বা অর্থ রাখা থাকে এমন জায়গায় রেখে দিন। এতে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
advertisement
7/7
তুলসী গাছের পুজো করুন: হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পুজো করা হয়। পুরাণে অনুযায়ী, যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে কখনও শোকের ছায়া নামে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lakshmi Puja Astro Remedies: ৫ টি কড়ি দিয়ে কোজাগরী লক্ষ্মীপুজোয় ১ টি ছোট্ট কাজ! ক্যাশবাক্সে হু হু করে ঢুকবে টাকা! সুখ সমৃদ্ধি অফুরান!