সূর্যের প্রতাপে ধনতেরসের আগেই ধনবর্ষা চার রাশির! সূর্যের কন্যা রাশিতে প্রবেশেই আগুন উত্থান কাদের? সাফল্য থেকে আর্থিক লাভ সবেতেই বাম্পার সুযোগ!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সূর্যের শুক্রের রাশি তুলাতে প্রবেশ করা কিছু রাশির জাতকদের জন্য সুখ-সমৃদ্ধি নিয়ে আসবে। ২০ অক্টোবর দীপাবলি ও তার আগেই সূর্য গোচর করে তুলা রাশিতে প্রবেশ করবে, যেখানে প্রথম থেকেই বুধ গ্রহ রয়েছে। এরকমভাবে ধন-সমৃদ্ধি প্রদান করা শুক্রের রাশি তুলায় সূর্য-বুধের যুতিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে।
advertisement
1/7

বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহই কিছু সময় অন্তর স্থান পরিবর্তন করে থাকে। গ্রহদের রাজা সূর্য ১ মাস পর রাশি পরিবর্তন করে। এই সময় সূর্য কন্যা রাশিতে রয়েছে আর ১৭ অক্টোবরে গোচর করে তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশির অধিপতি স্বামী শুক্র, যাকে ধন-বিলাসিতা ও বৈভবের কারক বলে মনে করা হয়।
advertisement
2/7
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সূর্যের শুক্রের রাশি তুলাতে প্রবেশ করা কিছু রাশির জাতকদের জন্য সুখ-সমৃদ্ধি নিয়ে আসবে। ২০ অক্টোবর দীপাবলি ও তার আগেই সূর্য গোচর করে তুলা রাশিতে প্রবেশ করবে, যেখানে প্রথম থেকেই বুধ গ্রহ রয়েছে। এরকমভাবে ধন-সমৃদ্ধি প্রদান করা শুক্রের রাশি তুলায় সূর্য-বুধের যুতিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে।
advertisement
3/7
মিথুন রাশিধনতেরসের আগে বুধাদিত্য রাজযোগ মিথুন রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। হঠাৎ করে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। আটকে থাকা অর্থ পাওয়ার পর স্বস্তি পাবেন। শেয়ার বাজার থেকে লাভ পাবেন। নতুন কাজ শুরু করার জন্য এই সময়কাল ভাল।
advertisement
4/7
সিংহ রাশিসিংহ রাশির জাতকদের জন্য এই সময় ভাল থাকবে। নতুন গাড়ি কিনতে পারেন। পৈতৃক সম্পত্তি বা বাবার থেকে লাভবান হবে। এই রাশির জাতকদের জন্য মহিলাদের প্রমোশন, বেতন বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে।
advertisement
5/7
বৃশ্চিক রাশিবৃশ্চিক রাশির জাতকদের জন্য দীপাবলির আগেই মা লক্ষ্মী ও কুবের দেব অর্থ উপার্জনের সুযোগ দেবে। মা-বাবার থেকে হঠাৎ করে কোনও সুখবর বা উপহার পেতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। বিনিয়োগের জন্য এই সময়কাল ভাল।
advertisement
6/7
কুম্ভ রাশিকুম্ভ রাশির জাতকদের জন্য এই সূর্য গোচর শুভ ফল দেবে। আটকে থাকা বা কাউকে ঋণ দেওয়া অর্থ ফেরৎ পেতে পারেন। পরিবারের সঙ্গে কোনও যাত্রায় যেতে পারেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা বড় কোনও দায়িত্ব পেতে পারেন।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
সূর্যের প্রতাপে ধনতেরসের আগেই ধনবর্ষা চার রাশির! সূর্যের কন্যা রাশিতে প্রবেশেই আগুন উত্থান কাদের? সাফল্য থেকে আর্থিক লাভ সবেতেই বাম্পার সুযোগ!