Rahu Shukra Navpancham Rajyog: ১৮ মাস পরে মায়াবী রাহুর শক্তি বৃদ্ধি! শুক্রের সঙ্গে নবপঞ্চম রাজযোগ, গোল্ডেন টাইম কুম্ভ-সহ ৩ রাশির বিরাট উন্নতি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Rahu Shukra Navpancham Rajyog: রাহু-শুক্রের নবপঞ্চম রাজযোগে কুম্ভ-সহ ৩ রাশির হাতের মুঠোয় পৃথিবী
advertisement
1/12

জ্যোতিষ শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া নবগ্রহের রাশি পরিবর্তন হয়ে থাকে ৷ নবগ্রহের মধ্যে একে অপরের মধ্যে শত্রু বা বন্ধুত্ব থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম সূত্রে জানতে পারা গিয়েছে এরফলেই শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে থাকে ৷ শুক্র তুলাতে, একই সঙ্গে কুম্ভতে রাহু, তৈরি হবে নবপঞ্চম রাজযোগের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
শুক্র-রাহুর নবপঞ্চম রাজযোগের ফলে মোটা টাকা পেতে চলেছে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
এরফলেই সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত হতে চলেছে ৷ এবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকদের জন্য বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
তুলা রাশির লগ্নে শুক্র জাতক-জাতিকাদের একই সঙ্গে পঞ্চম ঘরে রাহু, মহামহামিলনের ফলে নবপঞ্চম রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
নতুন ভাবে পার্টনারশিপে টাকা পয়সা হাতে আসতে চলেছে ৷ আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভাল হবে ৷ আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে, বিবাহিত জীবন অতিব সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ অবিবাহিতদের আসবে বিয়ের প্রস্তাবও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
কুম্ভ রাশির জাতক-জাতিকা চতুর্থ ঘরে থেকে ভাগ্যের ঘরে শুক্র ও শনির শুভ সংযোগের ফলে জীবন হবে সুপারহিট সময় আসবে ৷ টাকা পয়সা রোজগারের ক্ষেত্রে আসবে জোয়ার, বিরাট অঙ্কের টাকা হাতে আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
চাকরি ও ব্যবসায় বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ বিনিয়োগের ক্ষেত্রে আসবে ভাল সময় জীবনে আসবে ৷ কাটবে চাপের মুহূর্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য রাহু-শুক্রের মহামিলনে নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ কেরিয়ারে বিশাল উন্নতি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
কর্মক্ষেত্রে সিনিয়রদের সাহায্য পাবেন, ব্যবসা বাণিজ্যে বিশাল উন্নতির পরিস্থিতি তৈরি হবে ৷ কোনও কোনও ক্ষেত্রে নতুন অর্ডার পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
<strong>Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rahu Shukra Navpancham Rajyog: ১৮ মাস পরে মায়াবী রাহুর শক্তি বৃদ্ধি! শুক্রের সঙ্গে নবপঞ্চম রাজযোগ, গোল্ডেন টাইম কুম্ভ-সহ ৩ রাশির বিরাট উন্নতি