TRENDING:

Makar Sankranti 2026 Tips: জীবন থেকে অর্থকষ্ট দূর হচ্ছে না? মকর সংক্রান্তির দিনে করুন এক টাকার কয়েনের এই সহজ কাজ, কাটবে অর্থাভাব, বাড়বে সম্পদ ও রাজকীয় সুখ

Last Updated:
Makar Sankranti 2026 Tips: জীবন থেকে কি অর্থকষ্ট দূর হচ্ছে না? মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মানি প্ল্যান্টের এই বিশেষ জ্যোতিষীয় টোটকাটি ট্রাই করুন। আপনার জীবনে ফিরবে আর্থিক সচ্ছলতা ও রাজকীয় সুখ
advertisement
1/6
জীবন থেকে অর্থকষ্ট দূর হচ্ছে না? মকর সংক্রান্তির দিনে করুন এক টাকার কয়েনের এই সহজ কাজ
১৪ ও ১৫ জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি তিথি। বলা হয় সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। কারণ এই দিনে পূর্ন্য লাভ ঘটে অনেকের। আর আপনার জীবনে অর্থ কষ্ট দূর হবে এই মকর সংক্রান্তিতে ছোট্ট একটি কাজ করলেই।
advertisement
2/6
জীবন থেকে অর্থকষ্ট দূর হচ্ছেই না? জলের মতো খরচ হচ্ছে টাকা, নেই কোনও সঞ্চয়? আর্থিক অবস্থা শোচনীয় হলে, অর্থাভাব দূর করতে মকর সংক্রান্তির দিন মানি প্ল্যান্টের এই সহজ টোটকা করুন। জন্ম জন্মান্তরের অর্থাভাব কেটে যাবে, উপচে পড়বে ধনসম্পদ। জীবন কাটবে রাজার হালে।
advertisement
3/6
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, আর্থিক অবস্থায় বদল আনতে চাইলে মকর সংক্রান্তির দিন মানি প্ল্যান্টের এই টোটকা করুন। মকর সংক্রান্তির আগের রাত অর্থাৎ ১৩ জানুয়ারির রাতে মানি প্ল্যান্টের মূলের কাছে একটি এক টাকার কয়েন পুঁতে দিন।
advertisement
4/6
এবার পরদিন সূর্য ওঠার আগে কাঁচা দুধ এবং জল মিশিয়ে সেটা এই মানি প্ল্যান্টে অর্পণ করুন। সঙ্গে পাঠ করুন ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি ৩ বার উচ্চারণ করুন।
advertisement
5/6
জ্যোতিষশাস্ত্রে বলা হয় মকর সংক্রান্তির আগের রাতে মানি প্ল্যান্টে এই টোটকা করলে আপনার যে টাকা কারও কাছে আটকে আছে সেটা ফেরত পাবেন। একই সঙ্গে আপনার যদি কারও কাছে ধার নেওয়া থাকে এবং আর্থিক অবস্থার কারণে সেটা শোধ না করতে পারেন সেটাও সমাধান হয়। অর্থের আগমন ঘটে এবং ধার শোধ হয়।
advertisement
6/6
এই টোটকা করলে হঠাৎ ধনপ্রাপ্তির যোগ তৈরি হয়। আয়ের নতুন উৎস তৈরি হয়। ঘরে সুখ, সমৃদ্ধি বজায় থাকে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Makar Sankranti 2026 Tips: জীবন থেকে অর্থকষ্ট দূর হচ্ছে না? মকর সংক্রান্তির দিনে করুন এক টাকার কয়েনের এই সহজ কাজ, কাটবে অর্থাভাব, বাড়বে সম্পদ ও রাজকীয় সুখ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল