Lucky Zodiac on 28th April: আর মাত্র কয়েক ঘণ্টা, কাটিয়ে দিতে পারলেই ২৮ এপ্রিল থেকে কপাল খুলবে এই ৫ রাশির! টাকার বৃষ্টিতে ভাসবে সবাই
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Lucky Zodiac on 28th April: ২৮ এপ্রিল ২০২৫ তারিখে, ৫ রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাগ্যবান থাকবেন। এই দিন মহাদেবের আশীর্বাদে তারা ক্যারিয়ার এবং আর্থিক দিক থেকে বড় সাফল্য এবং সমৃদ্ধি লাভ করবেন। শুভ জ্যোতিষ প্রভাবের কারণে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে...
advertisement
1/13

অযোধ্যার জ্যোতিষ বিশেষজ্ঞ কল্কী রাম বলেছেন, ২৮ এপ্রিল সোমবার, এক বিরল রাজযোগের সৃষ্টি হতে চলেছে। এই দিনে চন্দ্র দেব মেষ রাশিতে সূর্যের সঙ্গে যুগ্মভাবে গোচর করবেন। এদিন বৈশাখ মাসের শুক্ল পক্ষের প্রতিপদী তিথি পড়েছে। চন্দ্র মেষ রাশিতে অবস্থান করায় এবং মঙ্গল ও চন্দ্রের মধ্যে রাশি পরিবর্তন যোগ হওয়ার কারণে মঙ্গলের নিচভঙ্গ যোগও তৈরি হবে। অন্যদিকে, মীন রাশিতে বুধ ও শুক্রের যুগ্ম অবস্থান লক্ষ্মী-নারায়ণ যোগ সৃষ্টি করছে। একই সঙ্গে ভরণী নক্ষত্র ও আয়ুষ্মান যোগও তৈরি হবে। গুরু ও শনি দেবতার নক্ষত্র পরিবর্তনের সাথে এই দিনটি বিশেষ শুভ হবে।
advertisement
2/13
২৮ এপ্রিল সোমবার, বৈশাখ মাসের শুক্ল পক্ষের প্রতিপদী তিথিতে গ্রহের রাজা চন্দ্র এবং দেবতা হিসেবে শিবজির আশীর্বাদ থাকবে। চন্দ্র-সূর্য যুগ্মভাবে মেষ রাশিতে অবস্থান করবে, যা বিশেষ শুভ ফলদায়ক। চন্দ্র ও মঙ্গলের রাশি পরিবর্তন যোগের ফলে রাজযোগ সৃষ্টি হবে। লক্ষ্মী-নারায়ণ যোগ, আয়ুষ্মান যোগ এবং ভরণী নক্ষত্রের সমন্বয়ে দিনটি অত্যন্ত সৌভাগ্যসূচক হবে। শনি ও গুরু দুজনেরই নক্ষত্র পরিবর্তনের কারণে বিশেষ ফল মিলবে।
advertisement
3/13
এই বিশেষ দিনে বৃশ্চিক, কর্কট, তুলা, মকর ও মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সময় বিশেষ শুভ হতে চলেছে। এদের চাকরি, ব্যবসা, সরকারি কাজকর্মে অগ্রগতি হবে এবং উচ্চপদস্থ কর্তৃপক্ষের সহযোগিতা মিলবে। অর্থনৈতিকভাবে উন্নতি হবে এবং জীবনের নানা ক্ষেত্রে সম্মান ও সাফল্য আসবে।
advertisement
4/13
বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য সোমবারের দিনটি অত্যন্ত লাভজনক হবে। ব্যয় কমবে এবং সহজেই লোনের ব্যবস্থা হবে। বিদেশ সংক্রান্ত কাজের বাধা দূর হবে। কোর্ট-কাছারির কাজেও সুবিধা হবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদে ইতিবাচক ফল মিলবে। চাকরিজীবীদের জন্যও সময় শুভ।
advertisement
5/13
বৃষ রাশির জাতকদের জীবনে পারিবারিক সুখ বাড়বে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের পারিবারিক সমস্যা থেকে মুক্তি মিলবে। বৈবাহিক জীবনে সুখ এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতায় আনন্দ বৃদ্ধি পাবে।
advertisement
6/13
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্যও সোমবারের দিনটি অত্যন্ত শুভ। ব্যবসায় মুনাফা হবে এবং পুরনো কোনো সমস্যা দূর হবে। আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে। পরিকল্পনা সফল হবে এবং চাকরিজীবীরা মনের মতো কাজ পাবেন।
advertisement
7/13
কর্কট রাশির জাতকদের জন্য সরকারি কাজে অগ্রগতি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা এবং সাহায্য মিলবে। পিতার আশীর্বাদ ও সহযোগিতায় আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হবে এবং প্রেম জীবনে সুখ আসবে।
advertisement
8/13
তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য দিনটি ইচ্ছাপূরণের হবে। সততা এবং পরিশ্রমের পূর্ণ ফল মিলবে। শত্রুরা ক্ষতি করতে পারবে না। বুদ্ধিমত্তার মাধ্যমে সাফল্য আসবে এবং সম্মান বৃদ্ধি পাবে। পার্টনারশিপের ব্যবসায় লাভ মিলবে।
advertisement
9/13
তুলা রাশির জাতকরা আর্থিকভাবে উন্নতি করবেন। চাকরিজীবীরা সহকর্মীদের সমর্থন পাবেন। পরিবারে শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাহায্যে নতুন কাজ শুরু করলে সফলতা আসবে। প্রেম জীবনে উত্তেজনা এবং প্রেমিক/প্রেমিকার সঙ্গে সম্পর্ক গভীর হবে।
advertisement
10/13
মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য সোমবারের দিনটি সীমাহীন সাফল্য বয়ে আনবে। আকস্মিকভাবে অর্থলাভ হবে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগে লাভ হবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে ব্যবসায় মুনাফা আসবে। মাতৃকুল থেকে সুখ ও উপহার পাওয়া যাবে।
advertisement
11/13
মকর রাশির জাতকদের পরিবারের পরিবেশ শুভ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক রোমাঞ্চকর হবে। পরিবারের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। সন্তানদের থেকে সুখবর মিলবে। মায়ের স্বাস্থ্যগত উন্নতি ঘটবে।
advertisement
12/13
মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য সোমবারটি ভাগ্যশালী। আর্থিক সমস্যা দূর হবে এবং প্রচেষ্টা অনুযায়ী ফল মিলবে। রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত জাতকরা বিশেষ সাফল্য পাবেন। মিষ্টভাষিতা উপকারে আসবে। পড়াশোনায় অগ্রগতি হবে এবং পারিবারিক পরিবেশ আনন্দময় হবে। প্রেমিক বা প্রেমিকা থেকে উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
advertisement
13/13
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lucky Zodiac on 28th April: আর মাত্র কয়েক ঘণ্টা, কাটিয়ে দিতে পারলেই ২৮ এপ্রিল থেকে কপাল খুলবে এই ৫ রাশির! টাকার বৃষ্টিতে ভাসবে সবাই