Poush Amavasya Unlucky Zodiac Signs 2025: রাত পোহালেই পৌষ অমাবস্যা! বৃশ্চিক-সহ ২ রাশির জীবনে ঘোর দুর্দিন! অভাব-অসুখে জেরবার হবে জীবন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Poush Amavasya Unlucky Zodiac Signs 2025: রাশিফলের উপর প্রভাব পড়বে পৌষ অমাবস্যার৷ কোনও কোনও রাশির ক্ষেত্রে সুসময় সমাগত হলেও কিছু রাশির জাতক জাতিকাদের জন্য সময় অত সুখকর হবে না৷
advertisement
1/6

পড়েছে পৌষমাস৷ হাজির চলতি মাসের তথা ইংরেজি বছরের শেষ অমাবস্যা৷ শুক্রবার পালিত হবে এই তিথি৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পৌষ মাসের অমাবস্যা অত্যন্ত পবিত্র৷
advertisement
2/6
রাশিফলের উপর প্রভাব পড়বে পৌষ অমাবস্যার৷ কোনও কোনও রাশির ক্ষেত্রে সুসময় সমাগত হলেও কিছু রাশির জাতক জাতিকাদের জন্য সময় অত সুখকর হবে না৷ এই দিন সম্পর্কে সাধারণ জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাসের উপর ভিত্তি করে, কিছু রাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করা উচিত৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/6
পৌষ অমানিশায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঘরে বাইরে চাপ ও দ্বন্দ্বের আবর্ত তৈরি হবে৷
advertisement
4/6
কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মানসিক অস্থিরতার শিকার হতে পারেন৷ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তাঁরা।
advertisement
5/6
আগামী ১৯ ডিসেম্বর, শুক্রবার ভোর ৪.৫৯ মিনিটে শুরু হবে অমাবস্যা৷ দিনভর এই তিথি থাকবে ২০ ডিসেম্বর সকাল ৭.১২ মিনিট পর্যন্ত৷ তার পর শুরু হবে প্রতিপদ তিথি৷ শুরু হবে শুক্ল পক্ষ৷
advertisement
6/6
পৌষ অমাবস্যাকে বকুল অমাবস্যাও বলা হয়৷ কারণ এই সময় থেকেই আমগাছে মুকুল ধরার প্রক্রিয়া শুরু হয়৷ এই মুকুল থেকেই এসেছে বকুল কথাটি৷ পৌষ অমাবস্যায় পূজিতা হন দেবী পৌষকালী৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poush Amavasya Unlucky Zodiac Signs 2025: রাত পোহালেই পৌষ অমাবস্যা! বৃশ্চিক-সহ ২ রাশির জীবনে ঘোর দুর্দিন! অভাব-অসুখে জেরবার হবে জীবন