Poush Amavasya Vastu Eating Tips: শুক্রবার পৌষ অমাবস্যা! খাবেন না বেগুন, মুলো-সহ ৩ সবজি ও ২ পাতা! রোগের ছোবলে অভাবের কালো ছায়ায় তছনছ হবে জীবন! চুরমার সংসার!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Poush Amavasya Vastu Eating Tips: ঋতু পরিবর্তনের কারণে প্রত্যেক মাসে কিছু না কিছু আহারবিধি আছে৷ আয়ুর্বেদ ও কবিরাজশাস্ত্রে এই বিধি তৈরি করা হয় সুস্বাস্থ্যের কথা ভেবে৷ তার সঙ্গে মিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ৷ মনে করা হয় শীতকালের অমাবস্যা তিথিতে এই খাবারগুলি খেলে ব্যাহত হবে সুস্বাস্থ্য৷
advertisement
1/5

পুষ্যা নক্ষত্র থেকে চলতি বাংলা মাসের নাম পৌষ৷ এই মাসের অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ জ্যোতিষশাস্ত্রে এই তিথি বিশেষ মাহাত্ম্যময়৷ এই তিথিতে পালনীয় আচরণ ও আহারবিধি আছে৷
advertisement
2/5
ঋতু পরিবর্তনের কারণে প্রত্যেক মাসে কিছু না কিছু আহারবিধি আছে৷ আয়ুর্বেদ ও কবিরাজশাস্ত্রে এই বিধি তৈরি করা হয় সুস্বাস্থ্যের কথা ভেবে৷ তার সঙ্গে মিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ৷ মনে করা হয় শীতকালের অমাবস্যা তিথিতে এই খাবারগুলি খেলে ব্যাহত হবে সুস্বাস্থ্য৷ সেক্ষেত্রে রোগব্যাধিতে অতিরিক্ত খরচের জন্য সংসারে নামতে পারে অভাবের ছায়া৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷
advertisement
3/5
পৌষ অমাবস্যায় ভুলেও খাবেন না বেগুন৷ মনে করা হয় অমানিশায় বেগুন গ্রহণ করলে সুস্বাস্থ্য বিঘ্নিত হতে পারে৷ এ ছাড়া মুলোর মতো সবজিও খাবেন না এই তিথিতে৷ গ্রহণ করলে বিঘ্নিত হতে পারে পরিপাক ক্রিয়া৷
advertisement
4/5
কোনও তিতো খাবার গ্রহণ করবেন না অমাবস্যা তিথিতে৷ তাই কালমেঘ, চিরতা, উচ্ছে-সহ যে কোনও তিক্ত খাবার বর্জন করতে হবে এই তিথিতে৷
advertisement
5/5
কাজুবাদাম খাবেন না অমাবস্যায়৷ প্রাচীন কাল থেকে পালন করে আসা এই আচরণে শারীরিক সুস্থতা বজায় থাকে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poush Amavasya Vastu Eating Tips: শুক্রবার পৌষ অমাবস্যা! খাবেন না বেগুন, মুলো-সহ ৩ সবজি ও ২ পাতা! রোগের ছোবলে অভাবের কালো ছায়ায় তছনছ হবে জীবন! চুরমার সংসার!