TRENDING:

Feng Shui Lucky Birds: বাড়িতে রাখুন এই ৫ পাখির ছবি! ঘরে আসবে সৌভাগ‍্য, সুখের হবে বিবাহিত জীবন, জানালেন বিশেষজ্ঞ

Last Updated:
ফেং শুই মতে সৌভাগ‍্যবহনকারী এমনই পাঁচটি ছবির সন্ধান দিলেন জ‍্যোতিষাচার্য।
advertisement
1/8
বাড়িতে রাখুন এই ৫ পাখির ছবি! ঘরে আসবে সৌভাগ‍্য, সুখের হবে বিবাহিত জীবন
বাড়িতে ছবি সাজিয়ে রাখতে অনেকেই ভালবাসেন। এতে ঘরের সৌন্দর্য দ্বিগুন বেড়ে যায়। কিন্তু সেই ছবিই বয়ে আনতে পারে সৌভাগ‍্য, তা জানেন কী? ফেং শুই মতে সৌভাগ‍্যবহনকারী এমনই পাঁচটি ছবির সন্ধান দিলেন জ‍্যোতিষাচার্য।
advertisement
2/8
বাড়ি সাজাতে অনেকেই পাখির ছবি লাগান। তবে যে কোনও পাখির ছবি বিশেষ করে পাঁচটি পাখির ছবি বাড়িতে লাগালে সৌভাগ‍্য উপচে পড়বে। এমনটাই জানালেন দিল্লিবাসী জ‍্যোতিষাচার্য পণ্ডিত আলোক পাণ্ড‍া।
advertisement
3/8
জ‍্যোতিষাচার্য জানালেন, বাড়িতে ক্রেন বা সারস পাখির ছবি লাগাতে পারেন। ক্রেন বা সারস দীর্ঘ জীবনের প্রতীক। তাই এই পাখির ছবি ঘরে থাকা অত‍্যন্ত শুভ।
advertisement
4/8
ফিনিক্স একটি পৌরাণিক পাখি। পৌরাণিক লোককথায় এই পাখির নাম মেলে। ফিনিক্স পাখিকে পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। এই পাখির ছবি লাগালে সৌভাগ‍্য ধরা দেয় বলেই জানালেন জ‍্যোতিষবিদ।
advertisement
5/8
ম‍্যান্ডেরিন পাখির ছবিও বাড়িতে লাগানো শুভ বলে জানালেন পণ্ডিত আলোক পাণ্ড‍া। ম‍্যান্ডেরিন সফল বৈবাহিক জীবনের প্রতীক।
advertisement
6/8
বেডরুমে লাগাতে পারেন ম‍্যান্ডেরিনের ছবি। এমনকী নতুন দম্পতিদের এই পাখির ছবি উপহারও দিতে পারেন বলে জানালেন জ‍্যোতিষী।
advertisement
7/8
ফেংশুই মতে ময়ূরের ছবি রাখাও শুভ। ময়ূর জ্ঞানের প্রতীক। ময়ূরের ছবি সংসারে পজেটিভ এনার্জী নিয়ে আসে। বাড়িতে ময়ূরের পালক রাখাও বেশ শুভ।
advertisement
8/8
বৈবাহিক জীবনে কোনওরকম সমস‍্যা বা অশান্তি থাকলে বাড়িতে রাখতে পারেন লাভ বার্ডসের ছবি। এই পাখির ছবি অন‍্য দম্পতিদের উপহারও দিতে পারেন।(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Feng Shui Lucky Birds: বাড়িতে রাখুন এই ৫ পাখির ছবি! ঘরে আসবে সৌভাগ‍্য, সুখের হবে বিবাহিত জীবন, জানালেন বিশেষজ্ঞ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল