TRENDING:

Cancer: কর্কট রাশির জাতক-জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন? আর তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কী? যা বলছে জ্যোতিষশাস্ত্র

Last Updated:
Cancer Personality Traits: কর্কট রাশির জাতক-জাতিকারা স্বজ্ঞাত। তাঁদের মানসিক ক্ষমতা বাস্তব স্থানে প্রকাশ পায়। এই রাশির জাতক-জাতিকারা নিজেদের পরিবেশের প্রতি অত্যন্ত সংবেদনশীল। শুধু তা-ই নয়, সেই সঙ্গে এঁরা আত্মসুরক্ষাকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন।
advertisement
1/5
কর্কট জাতক-জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন? তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য কী?
মূলত যাঁদের জন্ম ২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে (Sun Sign), তাঁরাই আসলে কর্কট রাশির জাতক-জাতিকা। আর কর্কট হল মৌলিক ওয়াটার সাইন। এর প্রতীক হল কাঁকড়া। সামুদ্রিক এই প্রাণীটি নিরন্তর ঢেউয়ের মধ্যে সমুদ্র এবং সৈকতে তাল মিলিয়ে বেঁচে থাকতে পারে। আর কাঁকড়ার এই ক্ষমতা এই রাশির মধ্যেও দেখা যায়। ফলে আবেগগত এবং বিষয়গত বিষয়টাও দেখা যায় এঁদের মধ্যে।
advertisement
2/5
কর্কট রাশির জাতক-জাতিকারা স্বজ্ঞাত। তাঁদের মানসিক ক্ষমতা বাস্তব স্থানে প্রকাশ পায়। এই রাশির জাতক-জাতিকারা নিজেদের পরিবেশের প্রতি অত্যন্ত সংবেদনশীল। শুধু তা-ই নয়, সেই সঙ্গে এঁরা আত্মসুরক্ষাকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। ঠিক যেমন কাঁকড়া নিজেকে শক্ত খোলসের মধ্যে ঢেকে রাখে। সময়ের সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক-জাতিকারা নিজেদের কোমল স্বভাব, প্রকৃত সহানুভূতি এবং ক্ষমতা প্রকাশ করেন। তবে তাঁদের বুঝতে সময় লাগতে পারে।
advertisement
3/5
কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র। ফলে এই রাশির জাতক-জাতিকারা নিজেদের জন্য আরামদায়ক, নিরাপদ জায়গা তৈরি করতে পছন্দ করেন। আর সেখানেই নিজেদের অধিকাংশ সময় ব্যয় করেন। পরিবারের প্রতি থাকে তাঁদের গভীর টান। আর পরিবারের প্রতি যত্নশীলও হন তাঁরা। তবে কারও সঙ্গে যদি এঁদের সম্পর্ক গভীর হয়, তখন এঁরা যত্নের সঙ্গে লালন এবং দমন করার আচরণের মধ্যে ফারাকটা ভুলে যান।
advertisement
4/5
কর্কট রাশির জাতক-জাতিকারা নিজেদের বিশ্বাস, অঙ্গীকার এবং ভালবাসার গভীরতার মাধ্যমে বন্ধুদের আকর্ষণ করে থাকেন। ফলে যে কোনও অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। তবে সরাসরি কারও সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলতে ভালবাসেন তাঁরা। আর তাঁদের কী সমস্যা হচ্ছে, সেটা খোলাখুলি সবার সামনে আনতে চান না।
advertisement
5/5
বলা ভাল, বেশ চাপা স্বভাবেরই হন কর্কট রাশির জাতক-জাতিকারা। কিন্তু যদি কারও সঙ্গে তাঁদের ভরসার জায়গা গড়ে ওঠে, তাহলে তাঁরা নিজেদের সমস্যার কথা অনায়াসে বলতে পারেন এবং সম্পর্কের বন্ধনও মজবুত হয়। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Cancer: কর্কট রাশির জাতক-জাতিকারা কেমন ব্যক্তিত্বের অধিকারী হন? আর তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যই বা কী? যা বলছে জ্যোতিষশাস্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল