Alipurduar News: কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে স্কুল-ছুট ছাত্রীরা ফিরল স্কুলে! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Alipurduar News: স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরানো থেকে শুরু করে স্যানিটারি প্যাড ভেন্ডিং এবং ডিসপোজাল মেশিনের উদ্বোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আলিপুরদুয়ারের কন্যাশ্রী ক্লাবগুলি।
advertisement
1/6

কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে শুক্রবার কালচিনি ব্লকের পি সি মিত্তাল মেমোরিয়াল হাই স্কুলের বিদ্যালয় ছুট চারজন পড়ুয়াকে পুনরায় বিদ্যালয়ের প্রাঙ্গনে নিয়ে আসা হল। কালচিনি ব্লকের সাঁতালি এলাকার ছাত্রী মনীষা ওরাঁও, শেফালি ওরাঁও , ইশিকা লাকড়া, প্রীতি টোপ্পো দরিদ্র ঘরের সন্তান।করোনা পরিস্থিতিতে লকডাউনে বাড়ির আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ায় শ্রমিকের কাজে সিকিম,অসমে চলে গিয়েছিল তারা।এরফলে পড়াশুনোকে বিদায় জানাতে হয়েছিল তাদের।জীবনে ফের কখনো স্কুলে আসতে পারবে তারা,তা ভাবেইনি কেউ। শুক্রবার এই চারজনকে কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে পুনরায় বিদ্যালয়ে ভর্তি করানো হয়। (লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
2/6
এদিন এই ছাত্রীদের পি সি মিত্তাল মেমোরিয়াল হাইস্কুলে ভর্তি করা হয়। কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে এদিন বিদ্যালয়ে এক সচেতনতা শিবির আয়োজিত হয়।এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ। স্কুলে এসে প্রীতি টোপ্পো জানান,"খুব ভালো লাগছে।পড়াশুনোর সুযোগ আবার পেয়েছি। এবার এগিয়ে যাওয়া আমার লক্ষ্য।"(লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
3/6
এদিন কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে স্কুলে বাল্যবিবাহরোধে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান,"কন্যাশ্রী ক্লাবের সহযোগিতায় চার পড়ুয়াকে ফের স্কুলমুখী করা গিয়েছে। এটাই সাফল্য।সাধারণত সংখ্যালঘু এবং তফশিলি উপজাতির পড়ুয়াদের কাজের লোভ দেখিয়ে ভিন রাজ্যে পাচার করে দেয় পাচারকারীরা। এই ঘটনা ব্লকে যাতে না ঘটে সেদিকে নজর রাখছে জেলা প্রশাসন। "(লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
4/6
এদিকে আলিপুরদুয়ারের দমনপুরে এদিন কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে সচেতনতামুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দমনপুর উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রীর ক্লাবের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্কুল ঘরে ১) বাল্যবিবাহ২) শিশু পাচার৩) নারী স্বাস্থ্য৪) কন্যাশ্রী ক্লাবের সামাজিক গুরুত্ব বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানটিতে।(লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
5/6
কন্যাশ্রী ক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। আইনজীবী সোম শংকর দত্ত, চাইল্ড লাইনের কর্মকর্তা, সেইসঙ্গে বিদলয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী- ছাত্রীরা যোগ দেন অনুষ্ঠানে।(লেখা ও ছবি: অনন্যা দে)
advertisement
6/6
কন্যাশ্রী ক্লাবের মেন্টর ডঃ পার্থ সাহা কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে মেয়েদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন। এই অনুষ্ঠানে মেয়েদের স্যানিটারি প্যাড ভেন্ডিং ও তা নষ্ট করার জন্য ডিসপোজাল মেশিনের উদ্বোধন করা হয়। স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের বিষয়ে আলিপুরদুয়ারবাসী আগে অবগত হলেও, স্যানিটারি প্যাড ডিসপোজাল মেশিনের ভাবনা এই প্রথম। শিক্ষক ডঃ পার্থ সাহা জানান, "নারী স্বাস্থ্য ও নারী সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়।বিশেষ করে বাল্যবিবাহ আইন নিয়ে জানানো হয় পড়ুয়াদের।কন্যাশ্রী ক্লাবের উদ্দেশ্য মেয়েদের উচ্চশিক্ষাবিয়ে যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেদিকে নজর রাখা।"(লেখা ও ছবি: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/আলিপুরদুয়ার/
Alipurduar News: কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে স্কুল-ছুট ছাত্রীরা ফিরল স্কুলে! জানুন