TRENDING:

আসানসোলে মৃত মাধ্যমিক পরীক্ষার্থী সিবগাতুল্লা, ছেলে নেই, পড়ে আছে শুধু মার্কশিটে ৪১২

Last Updated:

মাধ‍্যমিক দেওয়ার পরপরই গোষ্ঠী সংঘর্ষের বলি হতে হয় আসানসোলের সিবগাতুল্লাকে। সে নেই, পড়ে আছে শুধু মার্কশিট। সিবগাতুল্লা, তুমি পাস করেছ। বলছে মার্কশিট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: মাধ‍্যমিক দেওয়ার পরপরই গোষ্ঠী সংঘর্ষের বলি হতে হয় আসানসোলের সিবগাতুল্লাকে। সে নেই, পড়ে আছে শুধু মার্কশিট। সিবগাতুল্লা, তুমি পাস করেছ। বলছে মার্কশিট।
advertisement

আরও পড়ুন: মাধ্যমিকে কৃতীদের শুভেচ্ছা, চায়ের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী

ছেলেটা নেই। কিন্তু, মাধ‍্যমিকের মার্কশিটে এখনও সে আছে। জ্বলজ্বল করছে তার নামটা।

আসানসোলের সিবগাতুল্লা রশিদি। অণ্ডালের রহমতনগর ইকবাল অ‍্যাকাডেমির ছাত্র ৷

আরও পড়ুন: পাশের হারে কলকাতাকে টেক্কা দুই মেদিনীপুরের, এগিয়ে এল নতুন জেলা কালিম্পং

সিবগাতুল্লা মাধ‍্যমিকে পেয়েছে ৪১২। মার্চের শেষে, মাধ‍্যমিকের পরপরই অশান্ত হয়ে ওঠে আসানসোল এবং সংলগ্ন এলাকা।

advertisement

আরও পড়ুন: আর্থিক অনটনের মধ্য়েও নিজের জেদে মাধ্যমিকের মেধাতালিকায় অষ্টম স্থান দখল করল তাপস

গোলমালের মধ্যে আসানসোলের রেল পাড় এলাকা থেকে এক দিন হঠাৎই নিখোঁজ হয়ে যায় সিবগাতুল্লা। পরে তার দেহ উদ্ধার হয়। ১৬ বছরের ছেলের দেহের সামনে দাঁড়িয়ে তার বাবা বার্তা দিয়েছিলেন কোনও প্রতিহিংসা নয়। প্রতিশোধ নিতে আর কারও মৃত্যু হলে তিনি আসানসোল ছেড়ে চলে যাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এই বার্তাই তাঁকে ওই এলাকায় শান্তির মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। মার্কশিটে জ্বলজ্বল করছে ছেলের নামে। বাবার চোখ ছলছল। ছেলেটা বেঁচে থাকলে আজ বুকে জড়িয়ে ধরতেন। ছেলেটা নেই। শূন্য বুকে আজ শুধুই যন্ত্রণা-হাহাকার।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আসানসোলে মৃত মাধ্যমিক পরীক্ষার্থী সিবগাতুল্লা, ছেলে নেই, পড়ে আছে শুধু মার্কশিটে ৪১২