প্রবল বৃষ্টিতে ভাসছে প্রায় গোটা ভারত ৷ উত্তর ও মধ্য ভারতের অবস্থা সবচেয়ে ভয়াবহ ৷ ইতিমধ্যেই প্রবল বর্ষণে প্রায় জলমগ্ন দিল্লি, মুম্বইয়ের বেশিরভাগ এলাকাই ৷ শহুরে যনজীবন কার্যত বিপর্যস্ত ৷ দিল্লিতে যমুনার জল বাড়ায় অনেক রাস্তা বন্ধ করে দিতে হয়েছে ৷ লোহা পুল ব্রিজের কাছাকাছি জল উঠে আসায় দিল্লি-হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যহত হয়েছে ৷ বাংলাতেও বৃষ্টি চলছে নাগাড়ে ৷
advertisement
আরও পড়ুন: হাওড়া স্টেশনে দুর্ঘটনা, লাইনচ্যুত ইস্পাত এক্সপ্রেস, অফিসটাইমে আটকে বহু লোকাল ট্রেনও
এই বৃষ্টির জেরেই জলমগ্ন হয়ে পড়ল নালন্দা মেডিক্যাল কলেজ হসপিটাল (এনএমসিএইচ) ৷ জল ঢুকে গেল হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটের মধ্যেও ৷ প্রচুর মাছকে ঘোরাফেরা করতে দেখা যায় জলের মধ্যে ৷ পরে অবশ্য সাকশন পাম্প দিয়ে হাসপাতাল থেকে জল পাম্প করে বের করা হয় ৷
advertisement
Location :
First Published :
August 02, 2018 10:33 AM IST
