ফের ডেবরায় ট্যারেন্টুলা। সত্যপুরের কামারশাল গ্রামের বাসিন্দা প্রদীপ কুর। রবিবার সকালে তাঁর বাড়িরই রান্নাঘরে দেখা মেলে মাকড়শাটির। পরে প্রদীপ নিজেই সেটিকে বোতলবন্দি করে বন দফতরের হাতে তুলে দেন।
গত শুক্রবার রাতে ট্যারেন্টুলার কামড় খান এক অন্তঃস্বত্ত্বা। ঘটনাটি ঘটে ডেবরা ব্লকেরই রঘুনাথপুরে। সেই খবর সম্প্রচারিত হতেই শনিবার গ্রামে পৌঁছান বন দফতরের কর্মীরা। মাকড়শাটিকে পাকড়াও করে নিয়ে যান তাঁরা। আক্রান্ত মমতা পাত্র সাঁতরার অবস্থা এখন স্থিতিশীল। তবে আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুটি ট্যারেন্টুলা ধরা পড়ায় আতঙ্কিত ডেবরার মানুষ। কারণ, এর আগে ২০১৬ সালেও এলাকায় ট্যারান্টুলার দেখা মিলেছিল। সেবার মাকড়শার কামড় খেয়েছিলেন ৫০-৬০জন!
advertisement
আরও পড়ুন-ডেবরায় ফের ট্যারেন্টুলার আতঙ্ক, বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ অন্তঃসত্ত্বা
Location :
First Published :
May 20, 2018 6:30 PM IST