আরও পড়ুন: LIVE: রাবণ দহন দেখতে এসে ট্রেনে কাটা পড়ে মৃত কমপক্ষে ৬০, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
তাঁদের দাবি, ধোবিঘাটের দশেরা গ্রাউন্ডে আশি ফুট উঁচু রাবণ তৈরি করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী, আশি ফুট উঁচু রাবণ হলে, চারদিকে এতটাই ফাঁকা জায়গা রাখতে হবে। কিন্তু বাস্তবে জায়গা খুবই কম ছিল, অনেককেই তাই রেল ট্র্যাকের উপর উঠে রাবণ-দহন দেখতে হয়।
advertisement
আরও পড়ুন: অমৃতসর ট্রেন দুর্ঘটনা: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রশ্ন উঠছে, উদ্যোক্তারা কি আদৌ সরকারি অনুমতি নিয়েছিলেন? নিলেও, কিভাবে এই অনুমতি দেওয়া হয়েছিল? রেললাইনের উপর দর্শকরা দাঁড়িয়ে আছেন জেনেও কেন তাঁদের সরতে বলেননি উদ্যোক্তারা?রেল কেন আরও সতর্ক হল না? প্রশাসন ও রেলের মধ্যে দায় নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
আরও পড়ুন: অমৃতসর ট্রেন দুর্ঘটনা : ট্যুইটারে শোকবার্তা রাহুল গান্ধির
advertisement
Location :
First Published :
October 20, 2018 10:53 AM IST