অমৃতসর ট্রেন দুর্ঘটনা : ট্যুইটারে শোকবার্তা রাহুল গান্ধির

Last Updated:
#নয়াদিল্লি: অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তিনি ট্যুইটে বার্তায় বলেন, ‘‘এই মুহূর্তে রাজ্য সরকার এবং কংগ্রেসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করুক এটাই চাই ৷ এর পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই ৷ যে সকল মানুষ দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷
উল্লেখ্য, অমৃতসরে দুটি ট্রেনের ধাক্কায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ৬০ ৷ মৃতের সংখ্যা দুশো ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা ৷ ঠিক কী ঘটেছিল ? অমৃতসরে রেললাইনের উপর দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন উৎসুক জনতা৷ সেসময় চলন্ত ট্রেন এসে পিষে দিল তাঁদের৷ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হলেন অসংখ্য মানুষ৷ কয়েক সেকেন্ডের ব্যবধানে অমৃতসরের চৌরা বাজারের যোধা ফটক এলাকা পাল্টে গেল মৃত্যুপূরীতে৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইনের পাশে দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন প্রায় ৫০০ থেকে ৭০০ জন মানুষ৷
advertisement
advertisement
advertisement
এর মধ্যে মহিলা এবং শিশুরাও ছিলেন৷ এমন সময় রাবনের গায়ে লাগানো বাজিগুলিও ফাটতে শুরু করে৷ কিছু রকেট এবং বাজি ছিটকে আসে ভিড়ের দিকে৷ ভয়ে অনেকেই পাশের রেললাইনের উপর উঠে আসেন৷ ঠিক সেই সময় দুদিকের রেল লাইন ধরেই ছুটে আসছিল দ্রুতগতির দুটি ট্রেন৷ একটি পাঠানকোট থেকে, অন্যটি হাওড়া মেল। চালক হর্ন দিলেও অনেকেই তা শুনতে পাননি৷ বাজি আর বাজনার শব্দে ঢেকে গিয়েছিল চারিদিক। অনেকেই সেসময় ফোনে রাবণ বধের ছবি ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন৷ তাই ট্রেন আসার দিকে কারোর খেয়াল ছিল না৷ মুহূর্তে মৃত্যু হল অসংখ্য মানুষের।
বাংলা খবর/ খবর/দেশ/
অমৃতসর ট্রেন দুর্ঘটনা : ট্যুইটারে শোকবার্তা রাহুল গান্ধির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement