আরও পড়ুন বৃষ্টিতে ভিজুন, মন থাকবে ভাল, শরীর থাকবে সুস্থ !
জন্মদিন অনুযায়ী যে গ্রহ ও নক্ষত্রের প্রভাব রয়েছে তার ফলে আপনি এমনিতেই খুব বিশ্বাসী প্রকৃতির এবং ভরসাযোগ্যও ৷ এছাড়া শৃঙ্খলাপরায়ণ এবং সব কাজ গুছিয়ে করার পক্ষে ৷ জন্মগতই আপনি লড়াকু মেজাজের ৷ কোনভাবে আপনার মনোবল হারানো যায় না ৷ এরফলে যে কাজেই আপনি নিযুক্ত হন, তাতেই জয়ী হন আপনি ৷ এবার আসা যাক আপনার স্বাস্থ্যের কথা ৷ এবছর আপনার স্বাস্থ্য ভাল থাকবে তবে হাল্কা চোটের আশঙ্কা থাকছে ৷ তাই একটু সজাগ থাকবেন ৷ এবছর আপনার বিনিয়োগের ভাগ্য বেশ ভাল ৷ ঘর-বাড়ি বা অন্য কোথাও বিনিয়োগ করলে ফল মিলবে হাতে নাতে ৷ এবছর চাকরিরে ক্ষেত্রও থাকবে উজ্জ্বল ৷ তবে কিছু ক্ষেত্রে আপনার একরোখা স্বভাব সমস্যা তৈরি করতে পারে ৷ তাই কর্মক্ষেত্রে সকলের পরামর্শ নিয়ে চলাই ভাল ৷ এবছর প্রেম বা বিবাহযোগ বেশ উজ্জ্বল ৷ বিশেষ করে বিয়ের ক্ষেত্রে বছরের শেষের দিক অত্যন্তই শুভ ৷
advertisement