TRENDING:

Panchayat Election 2023: ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, এক চালেই বাজিমাত মনে করছে তৃণমূল নেতৃত্ব

Last Updated:

Panchayat Election 2023: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোকে পশ্চিম মেদিনীপুর কেশপুরের কাঁসাই নদী এলাকায় ভোটে ভাল ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী টিএমসি। যদিও ভোটে মানুষ বিজেপির সঙ্গে থাকবে বলে দাবি স্থানীয় পদ্ম শিবিরের নেতাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেশপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। পশ্চিম মেদিনীপুর কেশপুরের কাঁসাই নদী এলাকায় ভোটে ভাল ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী টিএমসি। গত ৪ ফেব্রুয়ারি কেশপুরের আনন্দপুরের সভা যাওয়ার পথে হঠাৎই স্থানীয়দের দেখে মাতকাত পুরে দাঁড়িয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই এলাকার কাঁসাই নদীর অনিকেত পাড়ায় সেচের জমিতে থাকা বাসিন্দাদের পাট্টা দাবি দীর্ঘ বছরের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে নিজেদের ১০০ বছরের পুরনো যন্ত্রণার কথা তুলে ধরেন স্থানীয়রা। অভিযোগ শুনেই শেচ মন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার ১০ দিন কাটতে না কাটতেই স্বপ্নপূরণ এলাকাবাসীর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেওয়ার পর জেলা প্রশাসনের আধিকারিকরা আবেদন সংগ্রহ করেন। গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় পাট্টা। এই পাট্টা বিলিকেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ওই অঞ্চলে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শাসক দল। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের আগেই কাঁসাই নদী সংলগ্ন এলাকায় পাট্টা বিলিকে কেন্দ্র করে প্রচার শুরু করে দেয় তৃণমূল কংগ্রেস। পাট্টা বিলিতেই ভোটেও শাসক দল বাজিমাত করবে বলে মনে করছেন শাসক দলের নেতারা।

advertisement

বিজেপি নেতা এবং বিদায়ী উপপ্রধান জেলার অন্যতম নেতা স্বপন বেরা বলেন, এই ঘটনায় পাট্টা বিলি নয় ওইটা মানুষকে বোকা বানানোর একটা ষড়যন্ত্র। মানুষ বিজেপির সঙ্গেই ছিল, বিজেপির সঙ্গেই রয়েছে। পাল্টা পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেছেন,’এবার নির্বাচনে বিরোধীদেরকে খুঁজে পাওয়া যাবে না। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজ করে দিয়ে গেছেন তাতে দিশাহারা হয়েছে বিজেপি নেতারা। গোটা গ্রামবাসী মিলে তৃণমূলকে দুহাত তুলে আশীর্বাদ করছে এই পঞ্চায়েত নির্বাচনে দুটি পঞ্চায়েতি আমরা দখলে নেব।’

advertisement

আরও পড়ুনঃ Panchayat Election 2023: গঙ্গারামপুরে এ যেন উলাটপুরাণ, ভোটের আগেই জয়ী বিজেপি প্রার্থী

খড়গপুর ১ নম্বর ব্লকের বড়কোলা গ্রাম পঞ্চায়েতের মাতকাতপুর বুথ এবার পঞ্চায়েত নির্বাচনে নজর কেড়েছে। খড়গপুর ও মেদিনীপুর শহরে মাঝখানে অবস্থিত ওই বুথ সহ বড়কলা গ্রাম পঞ্চায়েতের ২০১৮ সালে নির্বাচনে বিজেপি দখল নিয়েছিল। গত লোকসভা নির্বাচনে এখানে ভাল ফল করেছিল গেরুয়া শিবির। কিন্তু এবার অভিষেকের পাট্টা বিলির হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল। গ্রামবাসীদের একাংশও বলছেন, ১০০ বছরের পুরনো যে সমস্যা সমস্যার সমাধান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূলকে এবার ভোট না দিলে বেইমানি হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

SHANKAR RAI

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Panchayat Election 2023: ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, এক চালেই বাজিমাত মনে করছে তৃণমূল নেতৃত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল