West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Updates
পঞ্চায়েত নির্বাচনের দিন বা তার আগে প্রচার পর্বে শুধু যে শাসকদলের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ বেঁধেছে তা নয়। বাম-বিজেপির অভিযোগ, ভোটের দিন যে তৃণমূল কর্মীদের মৃত্যু হয়েছে তার বেশিরভাগই দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রতিহিংসার বলি হয়েছেন। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে রবিবার রাতে সেই ঘটনারই প্রতিচ্ছবি দেখা যায় বলে বিরোধীদের দাবি। এই বোমাবাজির ঘটনায় আহতদের সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের! ‘CBI-ED তদন্ত বাধাহীন’, জানাল সর্বোচ্চ আদালত
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত রবিবার রাত ১২ টা নাগাদ। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে ব্যাপক বোমা পড়তে শুরু করে সবংয়ের দাঁদরা অঞ্চলের চাঁদকুড়ি বাজার এলাকায়। তৃণমূল কর্মী তপন কুমার শিটের অভিযোগ, দাঁদরা অঞ্চলের কানাইশোল বুথে পুনর্নির্বাচন ঠেকাতেই এই অশান্তি। তিনি বলেন, আমরা দলের কর্মীদের নিয়ে বিকেল থেকে কানাইশোল বুথ এলাকায় মানুষজনকে আবার ভোট দিতে আসার জন্য বোঝাচ্ছিলাম। তখনই দলের দাঁদরা অঞ্চল সভাপতি আজাদ আলি খানের নেতৃত্বে একদল দুষ্কৃতী বন্দুক, রড, লাঠি নিয়ে দলীয় কর্মীদের উপর হামলা চালায়। বন্দুকের নলের আঘাতে একজনের চোখ ফেটে যায়।
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
অন্যদিকে শাসকদলের অঞ্চল সভাপতি আজাদ আলি খানের অনুগত ইকবাল খানের অভিযোগ, আমরা দোকানে চা খাচ্ছিলাম। তখন দলেরই নেতা তপন শিট, গঙ্গা সামন্ত, খোকন মাইতির নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। তিনি বলেন, উপর উপর তৃণমূল করলেও আসলে এরা বিজেপির হয়ে কাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আছে গোটা এলাকায়। সোমবার সকালে সেই উত্তেজনার আবহেই ওই এলাকায় শুরু হয়েছে পুনর্নির্বাচন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
রঞ্জন চন্দ