TRENDING:

West Medinipur News: এইবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার লক্ষ্য পশ্চিম মেদিনীপুরের মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ করের।

Last Updated:

এর আগে পেন্সিলের লেগের উপরে ক্ষুদ্রতম দুর্গা এবং একটি দেশলাই কাঠিতে একসঙ্গে অনেক স্বাধীনতা সংগ্রামীর মূর্তি তৈরি করে দুবার বিশ্বস্তরের রেকর্ড করেছেন  প্রসেনজিৎ। এছাড়াও নানাধরনের অসাধারণ শিল্পসৃষ্টি করে নানা অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার প্রসেনজিতের লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার প্রচেষ্টা নিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের রানীয়ড় গ্রামের বাসিন্দা, পেশায় মোটর মেকানিক, মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ কর (West Medinipur News)। বুধবার বিকেলে ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুরের মোহবনীত সরকারি আধিকারিকবৃন্দ, সার্ভেয়ারগণ ও অন্যান্য বিশিষ্ট জনেদের উপস্থিতিতে পৃথিবীর 'ক্ষুদ্রতম কাঠের চামচ' তৈরির চেষ্টা করেন প্রসেনজিৎ। ১৫ মিনিটের একটু বেশি সময় ব্যয় করে প্রসেনজিৎ ১.৭৪ মিলিমিটার মাপের কাঠের চামচ তৈরি করেন। প্রসেনজিৎ সহ উপস্থিত সকলের আশা, প্রসেনজিৎ এর এই কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেবে। সার্ভেয়ার হিসেবে উপস্থিত ছিলেন দুই সরকারি সার্ভেয়ার সমর কুমার দত্ত ও বাচ্চূ পাঁজা। এইদিনের কর্মসূচির সাক্ষী থাকতে এবং প্রসেনজিৎকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষ, কেশপুরের সি আই প্রণবেশ মাহাতো, কেশপুর থানার অফিসার সুজিত কুমার ঘোষ, সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী, চিত্তরঞ্জন গরাই, প্রদ্যূত পাঁজা, শিক্ষক স্নেহাশিষ চৌধুরী, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, দীপেশ দে, দীপঙ্কর শীট প্রমুখ।
অতি ক্ষুদ্র কাঠের চামচ
অতি ক্ষুদ্র কাঠের চামচ
advertisement

প্রসঙ্গত, এর আগে পেন্সিলের লেগের উপরে ক্ষুদ্রতম দুর্গা এবং একটি দেশলাই কাঠিতে একসঙ্গে অনেক স্বাধীনতা সংগ্রামীর মূর্তি তৈরি করে দুবার বিশ্বস্তরের রেকর্ড করেছেন প্রসেনজিৎ (West Medinipur News)। এছাড়াও নানাধরনের অসাধারণ শিল্পসৃষ্টি করে নানা অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন প্রসেনজিৎ। তবে এবার প্রসেনজিতের লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয়ের। তাই নিজের শিল্পকলাকে আরও নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে বারংবার বিশ্বের সব থেকে ছোট কাঠের চামচ তৈরীর কাজ করে চলেছেন। যাতে, তার এই অতি ক্ষুদ্র শিল্পসৃষ্টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর বিচারকদের মন জয় করতে পারে( West Medinipur News)।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: এইবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার লক্ষ্য পশ্চিম মেদিনীপুরের মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ করের।
Open in App
হোম
খবর
ফটো
লোকাল