প্রসঙ্গত, এর আগে পেন্সিলের লেগের উপরে ক্ষুদ্রতম দুর্গা এবং একটি দেশলাই কাঠিতে একসঙ্গে অনেক স্বাধীনতা সংগ্রামীর মূর্তি তৈরি করে দুবার বিশ্বস্তরের রেকর্ড করেছেন প্রসেনজিৎ (West Medinipur News)। এছাড়াও নানাধরনের অসাধারণ শিল্পসৃষ্টি করে নানা অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন প্রসেনজিৎ। তবে এবার প্রসেনজিতের লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয়ের। তাই নিজের শিল্পকলাকে আরও নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে বারংবার বিশ্বের সব থেকে ছোট কাঠের চামচ তৈরীর কাজ করে চলেছেন। যাতে, তার এই অতি ক্ষুদ্র শিল্পসৃষ্টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর বিচারকদের মন জয় করতে পারে( West Medinipur News)।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
December 29, 2021 10:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: এইবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার লক্ষ্য পশ্চিম মেদিনীপুরের মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ করের।