বাবা-মা যুবককে একটি মোটরবাইক কিনে দিয়েছিল। আর তাতেই কাল হল। রবিবার বিকেলে ১০-১৫ জন বন্ধুর সঙ্গে শহর ছেড়ে জঙ্গলের পথ ধরে বাঁকুড়ার পাঁচমুড়া গিয়েছিল ঘুরতে। ঘোরাঘুরি সেরে ফটোশুট করে পুনরায় জঙ্গলের পথ ধরে বাড়িতে ফিরছিল সকলে। হঠাৎ করেই ঢেঙ্গাশোল জঙ্গল সংলগ্ন এলাকায় এসে ছন্দপতন।
advertisement
জানা যায়, রাস্তার মোড় ঘোরানোর সময় অতি দ্রুত গতিতে থাকা আমন খান তার মোটরবাইকের নিয়ন্ত্রণ হারান। সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশেই থাকা একটি শাল গাছে। রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আমন। ছুটে আসে অন্যান্য বন্ধুরা। যুবকদের দাবি, স্থানীয়দের কাছে তারা সাহায্য চাইলে সকলেই মোবাইল ফোনে ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে ওঠে। কেউ সাহায্য করেনি।
আরও পড়ুনঃ আদ্রায় মদনবাবুর তবলার পাঠশালা! ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন শাস্ত্রীয় সংগীতের অমূল্য ঐতিহ্য
এরপর তারাই খবর দেয় অ্যাম্বুল্যান্স ডাকে। একটি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম আমন খানকে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে। সেখান থেকে যুবককে রেফার করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরেই শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। সোমবার দেহ ময়নাতদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাইক অত্যাধিক দ্রুতগতিতে থাকার জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ কী? তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
