TRENDING:

West Medinipur News: মাছ ধরতে গিয়ে জালে উঠল বিশাল কচ্ছপ, ওজন জানলে চোখ কপালে উঠবে! রূপনারায়ণ নদীতে হুলুস্থুল কাণ্ড

Last Updated:

West Medinipur News: মাছ ধরার উঠে এল বিশাল আকার একটি কচ্ছপ। জালে উঠে আসা কচ্ছপটির ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: গিয়েছিলেন নদীতে মাছ ধরতে। কিন্তু আদতে যা পেলেন, তা দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় মৎস্যজীবীদের। খবর পাওয়া মাত্রই ভিড় জমে যায় এলাকায়। কারণ মাছ ধরার উঠে এসেছে বিশাল আকার একটি কচ্ছপ। অনুমান করা হচ্ছে মাছ ধরার জালে উঠে আসা কচ্ছপটির ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি।
উদ্ধার হওয়া বিশাল কচ্ছপ।
উদ্ধার হওয়া বিশাল কচ্ছপ।
advertisement

রূপনারায়ন নদী থেকে পাওয়া এই কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়। যদিও খবর পেয়ে দ্রুততার সঙ্গে সেখানে হাজির হন বন দফতরের কর্মীরা। পরে বন দফতরের কর্মীরা মাছ ধরার জালে উঠে আসা বিশাল এই কচ্ছপটি উদ্ধার করেন। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের কৈজুরী রাজবংশী পাড়ার জেলেদের হাতে উঠে এসেছে বিশাল এই কচ্ছপ।

advertisement

আরও পড়ুন: আবর্জনাই আয়ের খনি, ফেলে দেওয়া প্লাস্টিকেই ভাগ্য বদল! মহিলাদের রোজগারের এই ফর্মুলা এখন সুপারহিট 

স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়েছিলেন রূপনারায়ন নদীতে। মাছ ধরার সময় জেলেরা জালে কিছু ভারি জিনিস ধরা পরার আভাস পান। প্রথমে তারা ভেবেছিলেন কোন বিশালাকার মাছ জালে আটকেছে। কিন্তু জাল টেনে তুলতেই তার অবাক হয়ে যান। দেখতে পান মাছ ধরার জালে উঠে এসেছে বিশাল আকৃতির এই কচ্ছপটি। বনদপ্তর সূত্রের খবর উদ্ধার হওয়া কচ্ছপটি নদীর নয়। এটি একটি সামুদ্রিক কচ্ছপ।

advertisement

আরও পড়ুন: মোটা লাভের আশায় কাড়ি কাড়ি টাকা ঢেলেছেন চাষে, কিন্তু জলের অভাবে সব শেষ! ঋণমুক্তি কোন পথে, ভেবেই দিশেহারা কৃষকরা

সেরা ভিডিও

আরও দেখুন
এ কী কাণ্ড! রেললাইন ছেড়ে ভাতারের পিচ রাস্তায় ছুটছে 'বন্দে ভারত'! তারপর...
আরও দেখুন

তবে সমুদ্রের এই বিশাল আকৃতির কচ্ছপ কিভাবে নদীতে এল, সেই বিষয়টি অনেকেই বুঝে উঠতে পারছেন না। যদিও সম্প্রতি কয়েক মাস আগে একইভাবে আরও একটি বিশাল আকৃতির কচ্ছপ নদী থেকে মাছ ধরার জালে উদ্ধার করা হয়েছিল। এবারও তেমনটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় বহু মানুষ এই কচ্ছপটি দেখতেও ভিড় করেছিলেন। বিশাল ওজনের কচ্ছপটি আবার রূপনারায়ণ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: মাছ ধরতে গিয়ে জালে উঠল বিশাল কচ্ছপ, ওজন জানলে চোখ কপালে উঠবে! রূপনারায়ণ নদীতে হুলুস্থুল কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল