রূপনারায়ন নদী থেকে পাওয়া এই কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়। যদিও খবর পেয়ে দ্রুততার সঙ্গে সেখানে হাজির হন বন দফতরের কর্মীরা। পরে বন দফতরের কর্মীরা মাছ ধরার জালে উঠে আসা বিশাল এই কচ্ছপটি উদ্ধার করেন। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের কৈজুরী রাজবংশী পাড়ার জেলেদের হাতে উঠে এসেছে বিশাল এই কচ্ছপ।
advertisement
আরও পড়ুন: আবর্জনাই আয়ের খনি, ফেলে দেওয়া প্লাস্টিকেই ভাগ্য বদল! মহিলাদের রোজগারের এই ফর্মুলা এখন সুপারহিট
স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়েছিলেন রূপনারায়ন নদীতে। মাছ ধরার সময় জেলেরা জালে কিছু ভারি জিনিস ধরা পরার আভাস পান। প্রথমে তারা ভেবেছিলেন কোন বিশালাকার মাছ জালে আটকেছে। কিন্তু জাল টেনে তুলতেই তার অবাক হয়ে যান। দেখতে পান মাছ ধরার জালে উঠে এসেছে বিশাল আকৃতির এই কচ্ছপটি। বনদপ্তর সূত্রের খবর উদ্ধার হওয়া কচ্ছপটি নদীর নয়। এটি একটি সামুদ্রিক কচ্ছপ।
তবে সমুদ্রের এই বিশাল আকৃতির কচ্ছপ কিভাবে নদীতে এল, সেই বিষয়টি অনেকেই বুঝে উঠতে পারছেন না। যদিও সম্প্রতি কয়েক মাস আগে একইভাবে আরও একটি বিশাল আকৃতির কচ্ছপ নদী থেকে মাছ ধরার জালে উদ্ধার করা হয়েছিল। এবারও তেমনটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় বহু মানুষ এই কচ্ছপটি দেখতেও ভিড় করেছিলেন। বিশাল ওজনের কচ্ছপটি আবার রূপনারায়ণ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
