জানা যাচ্ছে, বুধবার ভোর নাগাদ ডেবরা নিবাসী সৌম্যদীপ খাওয়াদাওয়া করে ফিরছিলেন। মাদপুরে হঠাৎ তাঁর বাইকের পিছনে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়েন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
বুধবার বিকেলে প্রয়াত যুবকের মৃতদেহের ময়নাতদন্ত হবে। এরপর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় ডেবরায় শোকের ছায়া নেমে এসেছে।
একদিকে বুধবার মকর সংক্রান্তি উপলক্ষ্যে রাজ্যজুড়ে উৎসবের আবহ। এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরতাজা যুবক।
এদিন ভোরে পিংলার খড়গপুর ২ নং ব্লকের মাদপুরে ১৬ নং জাতীয় সড়কের উপর একটি বাইকের পিছনে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। সেই ধাক্কার জেরে সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যান যুবক। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
