TRENDING:

West Medinipur News: চোখের পলকে সব শেষ, পুড়ে খাক সাজানো সংসার! দাউদাউ করে জ্বলে গেল বাড়ি, পথে বসল পরিবার

Last Updated:

West Medinipur News: একদিকে কেশিয়াড়ির আগুন, অন্যদিকে দাঁতনের এই ঘটনা। পরপর অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মাঝে মাত্র তিন দিনের ব্যবধান। জঙ্গলমহলের কেশিয়াড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুনের লেলিহান শিখা গ্রাস করল পশ্চিম মেদিনীপুরের আর এক প্রান্তকে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক গৃহস্থের বাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত আঁইকোলা গ্রাম পঞ্চায়েতের ষড়রং গ্রামে।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে হঠাৎ করেই ষড়রং গ্রামের বাসিন্দা শেক আশরা ফুলের বাড়িতে আগুন লাগে। পরিবারের লোকজনের অনুমান, বাড়ির বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আগুনের তীব্রতায় কিছু বোঝার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরবাড়ি।

আরও পড়ুন: সাড়ে ১৮ লক্ষ টাকা বাজেটের সরস্বতী পুজোর থিম! নজর কাড়ছে বর্ধমানে, মণ্ডপে প্রবেশ মানেই ফুটে উঠবে ছোটবেলার নস্টালজিয়া সব মুহূর্ত

advertisement

এই অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা সমস্ত আসবাবপত্র, কাপড়চোপড়, রান্নার সামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি আগুনে পুড়ে গিয়েছে পরিবারের গুরুত্বপূর্ণ নথিপত্রও। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারটি কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। গ্রামবাসীদের তৎপরতায় জল ঢেলে ও অন্যান্য উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে বাড়ির বড় অংশই পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট আইডিয়া বদলে দিল ভাগ্য, পকেটে টাকার জোয়ার! অভাবের অতীত, বাজার কাঁপাচ্ছেন এই শিল্পীরা
আরও দেখুন

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। তবে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারটি এখন চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির তরফে প্রশাসনের কাছে সরকারি সাহায্যের আবেদন জানানো হয়েছে। একদিকে কেশিয়াড়ির অগ্নিকাণ্ড, অন্যদিকে দাঁতনের এই ঘটনা—পরপর অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিদ্যুৎ সংযোগ ব্যবহারে আরও সতর্কতা ও অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা ফের একবার সামনে এল বলেই মনে করছেন স্থানীয়রা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: চোখের পলকে সব শেষ, পুড়ে খাক সাজানো সংসার! দাউদাউ করে জ্বলে গেল বাড়ি, পথে বসল পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল