আরও পড়ুন– SIR নিয়ে লিখলেন ২৬টি কবিতা, বইমেলায় কবিতার বইপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
বহু প্রতীক্ষিত সেমি হাই স্পিড বন্দে ভারত স্লিপার (ট্রেন নং ২৭৫৭৫)-এর বাণিজ্যিক পরিষেবা ২৩ জানুয়ারি, ২০২৬ হাওড়া থেকে তার প্রথম যাত্রা শুরু করায়, যে যাত্রীরা হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত প্রথম যাত্রার টিকিট পেয়েছেন, তারা এই প্রিমিয়াম ট্রেনে ভ্রমণ করতে পেরে খুশি।
advertisement
উল্লেখ্য যে, পিআরএস এবং অন্যান্য সাইটের মাধ্যমে টিকিট সংরক্ষণ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম পরিষেবার সমস্ত আসন বুক হয়ে যায়। বুকিং খোলার প্রথম দিনেই প্রথম কয়েক দিনের জন্য আসন পূর্ণতার হার ১০০%-এর বেশি ছিল। দ্রুত টিকিট বিক্রি হয়ে যাওয়াটা যাত্রীদের মধ্যে বন্দে ভারত স্লিপারের গতি, আরাম এবং আধুনিক সুযোগ-সুবিধা উপভোগ করার প্রবল আগ্রহকে স্পষ্টভাবে প্রতিফলিত করে, যা প্রধানমন্ত্রী ১৭ জানুয়ারি, ২০২৬ তারিখে উদ্বোধন করেছিলেন।
আরও পড়ুন– কড়া ঠান্ডা নেই শেষ জানুয়ারির শেষ সপ্তাহে, রবি ও সোমবার ফের বাড়বে তাপমাত্রা
যাত্রীরা এই ট্রেনে সরবরাহ করা বিছানার চাদর ও বালিশের গুণমান এবং বিভিন্ন ধরনের উন্নত মানের খাবারের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছেন। ভারত সরকারের এই ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে যাত্রীরা তাঁদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। বেশ কয়েকজন যাত্রী ট্রেনের পরিচ্ছন্নতা এবং কর্মীদের দ্রুত সাড়া দেওয়ার বিষয়েও তাঁদের মতামত জানিয়েছেন। কিছু যাত্রী এও উল্লেখ করেছেন যে যাত্রার সময় ট্রেনের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখা সকলের দায়িত্ব।
