স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফুলবাড়ির বাসিন্দা অরুণ মজুমদারের একটি সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি দোকান খুলে ক্রেতার অপেক্ষা করছিলেন। এদিন দুপুর নাগাদ ক্রেতা সেজে দু’জন দুষ্কৃতী এসে হাজির হন। খদ্দের-বেশী এই দুষ্কৃতীদের দেখে ঘুণাক্ষরেও টের পাননি অরুণবাবু।
advertisement
অভিযোগ, দু’জনের মধ্যে একজন দোকানের বাইরে ছিল, অন্যজন দোকানের ভিতর ঢুকে অরুণবাবুর কাছে সোনার অলংকার দেখতে চান। সেই সময় সুযোগ বুঝে প্রায় কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ দোকান মালিকের। তিনি কিছু বুঝে ওঠার আগেই দু’জনই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
দিনের আলোয় এমন ঘটনা ঘটায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর দোকানে ভিড় জমান এলাকাবাসীরা। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন।
