কাঁকড়া ধরার টিমটি জঙ্গল লাগোয়া নদীর তীর বরাবর হাঁটছিল বলে জানিয়েছে পুলিশ। সেই সময় হঠাৎই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে বনুর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তাঁর সঙ্গীরা কাঁকড়া ধরার যন্ত্রাংশ ও লাঠি নিয়ে বাঘের দিকে ধাওয়া করে।

আরও পড়ুন: ইতিহাসের পিঠস্থান, কান পাতলে আজও শোনা যায় স্বাধীনতার লড়াইয়ের সুর, ১০০ বছরেও জরাজীর্ণ ‘মুক্তি’র ছাপাখানা! ক্ষুব্ধ বাসিন্দারা

advertisement

বেগতিক দেখে বাঘ জঙ্গলে পালিয়ে যায়। এরপরই তাঁর সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাথরপ্রতিমায় নিয়ে আসেন। বর্তমান তাঁকে পাথরপ্রতিমার মাধবনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগেও এইরকম ঘটনা ঘটেছে। ফলে স্থানীয়রা আতঙ্কিত। তবে কাঁকড়া ধরতে যাওয়ার সময় আরও সতর্ক অবস্থানে থাকলে এই ঘটনা এড়ানো যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত বনু ভক্তার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে। তবে টিম সঙ্গে না থাকলে হয়তো আরও বড় বিপদ হতে পারত এমন কথা জানিয়েছেন বনুর সঙ্গীরা।

advertisement